পথ দেখাচ্ছে দৃষ্টিহীনদের Car Rally
মধ্যপ্রদেশের ভোপালে ১১তম দৃষ্টিহীনদের Car Rally-র আসর বসেছিল। ব্রেইল পদ্ধতিতে পথনির্দেশ বুঝে বুঝে গাড়ি চালিয়েছেন দৃষ্টিহীনরা। প্রত্যেক চালকের পাশের আসনে থেকেছেন একজন করে সহকারী, যিনি ব্রেইল পদ্ধতিতে লেখা পথনির্দেশটি বুঝে নিয়ে চালককে পরিচালিত করেছেন। প্রথম তিন জন বিজয়ীর জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা। আর প্রত্যেক অংশগ্রণকারীর জন্য ছিল শংসাপত্র।
ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের ভোপালে ১১তম দৃষ্টিহীনদের Car Rally-র আসর বসেছিল। ব্রেইল পদ্ধতিতে পথনির্দেশ বুঝে বুঝে গাড়ি চালিয়েছেন দৃষ্টিহীনরা। প্রত্যেক চালকের পাশের আসনে থেকেছেন একজন করে সহকারী, যিনি ব্রেইল পদ্ধতিতে লেখা পথনির্দেশটি বুঝে নিয়ে চালককে পরিচালিত করেছেন। প্রথম তিন জন বিজয়ীর জন্য ছিল পুরস্কারের ব্যবস্থা। আর প্রত্যেক অংশগ্রণকারীর জন্য ছিল শংসাপত্র।
আরও পড়ুন- টুইটারে বদলির আবেদন প্রত্যাখ্যান সুষমার
দৃষ্টিহীনদের প্রতি সচেতনতা বাড়াতে এবং তাঁদের মানসিক জোর দেওয়ার উদ্দেশে এই Rally পরিচালিত হয় প্রতি বছর। বিগত দশ বছর ধরে এই প্রতিযোগীতার আসর আয়োজন করছে আরুশি। ভোপালের ৩০ কি.মি. রাস্তা জুড়ে চলে এই Rally। এবার নিচের ভিডিওটি থেকে দেখে নিন, কেমন গাড়ি চালালেন এই মানুষগুলো-