গত ৮ মাসে সোয়াইন ফ্লুতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১,০৯৪

Updated By: Aug 24, 2017, 04:08 PM IST
গত ৮ মাসে সোয়াইন ফ্লুতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১,০৯৪

ওয়েব ডেস্ক : গত ৮ মাসে সোয়াইন ফ্লু-এর থাবায় ভারতে মৃতের সংখা বেড়ে দাঁড়িয়েছে ১,০৯৪-তে। পরিস্থিতি যা তাতে এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সোয়াইন ফ্লুয়ের প্রকোপ এই মুহূর্তে সবথেকে বেশি ছড়িয়েছে গুজরাত ও মহারাষ্ট্রে। সেখানে যথাক্রমে মৃত্যু হয়েছে ২৬৯ ও ৪৩৭ জনের।

গত ৮ মাস ধরে গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি, কেরালা, রাজস্থান সহ পশ্চিম ভারতের একাধিক রাজ্যে ছড়িয়েছে সোয়াইন ফ্লুয়ের প্রকোপ। তবে, গত তিন সপ্তাহে সেই মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও পড়ুন- শুক্রবার ২০০ টাকার নতুন নোট বাজারে ছাড়ছে RBI, প্রকাশ্যে এল নতুন নোটের ছবি

NCDC-র ডিরেক্টর এ সি ধারিওয়াল জানিয়েছেন এবারের H1N1 ভাইরাসের বৈশিষ্ট্য কিছুটা আলাদা। তাই তাকে প্রতিহত করতেও বেগ পেতে হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, যাদের ডায়াবেটিস, হাপানি, সর্দি-কাশির মতো সমস্যা রয়েছে তারাই সোয়াইন ফ্লু দ্বারা আক্রান্ত বেশি হচ্ছে।

.