কেদারনাথে আটকে পড়া রাজ্যের আরও ১০৮ জন ফিরলেন

কেদারনাথে আটকে পড়া রাজ্যের আরও ১০৮ জন পর্যটক ফিরলেন আজ। এয়ার ইন্ডিয়ার চাটার্ড বিমানে  বিকেল সাড়ে চারটে নাগাদ  দমদম বিমানবন্দরে পৌঁছন তাঁরা। সেই সময় বিমানবন্দরে  হাজির ছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। এখনও রাজ্যের বেশ কয়েকজন পর্যটক উত্তরাখণ্ডে আটকে রয়েছেন বলে জানিয়েছেন  পরিবহণমন্ত্রী। 

Updated By: Jun 27, 2013, 09:26 PM IST

কেদারনাথে আটকে পড়া রাজ্যের আরও ১০৮ জন পর্যটক ফিরলেন আজ। এয়ার ইন্ডিয়ার চাটার্ড বিমানে  বিকেল সাড়ে চারটে নাগাদ  দমদম বিমানবন্দরে পৌঁছন তাঁরা। সেই সময় বিমানবন্দরে  হাজির ছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। এখনও রাজ্যের বেশ কয়েকজন পর্যটক উত্তরাখণ্ডে আটকে রয়েছেন বলে জানিয়েছেন  পরিবহণমন্ত্রী। 
চোখের সামনে দেখেছেন প্রকৃতির রুদ্ররোষ।  ছেড়ে দিয়েছিলেন বেঁচে ফেরার আশাও। কিন্তু শেষপর্যন্ত সেনাবাহিনী উদ্ধার করে তাঁদের। পশ্চিমবঙ্গ সরকারের তরফে ব্যবস্থা করা হয় ফিরিয়ে দেওয়ার। প্রাণে বেঁচে ফিরলেও সবকিছু শেষ হয়ে যাওয়া চাক্ষুষ করার স্মৃতি মুছতে পারছেন না কিছুতেই। চোখেমুখে আতঙ্কের ছাপ কেদার থেকে প্রাণ হাতে নিয়ে ফেরা পর্যটকরা। 
প্রাণে বেঁচেছেন সেনাকর্মীদের তত্‍পরতায়। মেনে নিচ্ছে সকলেই। কারোর ক্ষেত্রে আবার গাইডই ছিলেন রক্ষাকর্তা।
দুর্গতদের উদ্ধার কাজে উত্তরাখণ্ড সরকারের ভূমিকার সমালোচনা করেছেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র।
বৃহস্পতিবার বিশেষ চাটার্ড বিমানে দমদম বিমানবন্দরে নামার পর সরাকারি বাসের জন্য আর অপেক্ষা করেননি অনেকে। নিজেদের উদ্যোগেই ফিরেছেন বাড়িতে।
 
 

.