১০০০ টাকার নোট কি তবে ফের আসতে চলেছে বাজারে?

Updated By: Feb 24, 2017, 01:16 PM IST

ওয়েব ডেস্ক : ভালো করে দেখুন ছবিটা। এই ছবি ঘিরেই ছড়িয়েছে বিভ্রান্তি। বাজারে কি তবে আবার আসতে চলেছে ১০০০ টাকার নোট? ১০০০ টাকার নোটের এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া থেকে হোয়াটসঅ্যাপে। যেখানে দাবি করা হচ্ছে, নতুন ১০০০ টাকার নোট নাকি দেখতে ঠিক এরকমই হয়েছে। যার সঙ্গে বহুলাংশে মিল রয়েছে নতুন ৫০০ ও ২০০০-এর নোটের। ইতিমধ্যেই ছবিটি ভাইরাল।

৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী মোদী পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেন। তার বদলে বাজারে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। যেগুলি রঙে ও নকশায় আগের নোটের থেকে অনেকটাই আলাদা। কিন্তু নোট নিয়ে ভোগান্তি সেদিনের রাত পর থেকে চলছেই। হয় টাকা নেই, আর নয়তো টাকা পাওয়া গেলেও খুচরো নেই। ২০০০ টাকার নোটের খুচরো কীকরে হবে, ভাবতে ভাবতেই কালঘাম ছুটছে। এদিকে এই পরিস্থিতিতে জল্পনা বেড়েই চলেছে, বাজারে ১০০০ টাকার নোট আবার আসবে কি না? যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন, এখনই সরকারের সেরকম কোনও ভাবনাচিন্তা নেই।  তবে এই ছবিটি আসল না নকল, সে নিয়ে ধন্দ কাটছে না।

আরও পড়ুন, ডেবিট কার্ডের দরকার নেই, অনলাইন লেনদেনের জন্য এটা থাকলেই হবে

.