পুজোর ছুটিতে ১০০ জোড়ার বেশি স্পেশ্যাল ট্রেন চালাবে পূর্ব রেল, জানুন বিস্তারিত
ওয়েব ডেস্ক: পুজোয় বেড়াতে যাওয়ার প্ল্যান করতে দেরি করে ফেলেছেন? মিলছে না কোনও ট্রেনে টিকিট? হতাশ হবেন না। কারণ পূর্ব রেল পুজোয় চালাচ্ছে ১০০ জোড়ার বেশি স্পেশ্যাল ট্রেন। শুক্রবার পূর্ব রেলের তরফে এক প্রেস বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
পূর্ব রেলের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, পুজোর সময় ১০৬ জোড়া স্পেশ্যাল ট্রেন চালাবে তারা। ট্রেনগুলিতে থাকবে মোট ৭৭,৭৭২টি বার্থ ও ৪,৩২০টি বসার আসন।
কোন রুটে কত ট্রেন
শিয়ালদা - আজমেঢ় - ১২ জোড়া
শিয়ালদা - আনন্দ বিহার (দিল্লি) - ১২ জোড়া
হাওড়া - রক্সৌল - ১৪ জোড়া
কলকাতা - ছপরা - ১৪ জোড়া
আসানসোল - পটনা - ১০ জোড়া
মালদা টাউন - হরিদ্বার - ১৪ জোড়া
কলকাতা - লখনউ - ১৮ জোড়া
হাওড়া - জম্মু তাওয়াই - ১২ জোড়া
কোন ট্রেন কবে চলবে, জেনে নিন বিস্তারিত,
— Eastern Railway (@EasternRailway) August 10, 2017
প্রতি বছরই পুজোর সময় যাত্রীর চাপ বাড়ে। সেই মতো বাড়তি ট্রেন চালিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করে রেল। এবারও তার ব্যতিক্রম হল না।