কল ভাঙা নিয়ে বিবাদের জেরে ২ গোষ্ঠীর সংঘর্ষ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে পুড়ল ১০০ দোকান
জল নিয়ে বিবাদের জেরে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে জ্বলল ১০০টির বেশি দোকান। শুক্রবার একটি অবৈধ কল ভাঙা নিয়ে দু'পক্ষের বিবাদ বাধে। ক্রমশ তা হিংস্র রূপ নেয়। সংঘর্ষ শুরু হয় ২ গোষ্ঠীর মধ্যে। এর মধ্যেই আগুন দেওয়া হয় একের পর এক দোকানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছোটে স্থানীয় প্রশাসনের। এলাকায় উত্তেজনা থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনী।
ওয়েব ডেস্ক: জল নিয়ে বিবাদের জেরে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে জ্বলল ১০০টির বেশি দোকান। শুক্রবার একটি অবৈধ কল ভাঙা নিয়ে দু'পক্ষের বিবাদ বাধে। ক্রমশ তা হিংস্র রূপ নেয়। সংঘর্ষ শুরু হয় ২ গোষ্ঠীর মধ্যে। এর মধ্যেই আগুন দেওয়া হয় একের পর এক দোকানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছোটে স্থানীয় প্রশাসনের। এলাকায় উত্তেজনা থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনী।
Clash between two groups in Maharashtra's Aurangabad last night, many shops and vehicles set ablaze. Police use teargas shells. Section 144(prohibits assembly of more than 4 people in an area) has been imposed in the city pic.twitter.com/tPb3j0Ua1A
— ANI (@ANI) May 12, 2018
শুক্রবার রাতে অবৈধ কলটি ভাঙতেই উত্তেজনা ছড়ায়। নল ভাঙতেই এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায় বলে অভিযোগ। সংঘর্ষে ১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।