দশ মাসের শিশুকে স্যানিটাইজার মেশানো জল খাইয়ে দেওয়ার অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে

ঘটনার এমনই বর্ণনা দিয়ে পুলিস আধিকারিক প্রদ্যুত দত্ত জানিয়েছেন প্রাথমিক তদন্ত থেকে অনুমান ভুল করেই স্যানিটাইজার মেশানো জল দিয়ে ফেলেছিলেন ওই আশা কর্মী।

Updated By: Aug 13, 2020, 10:49 AM IST
দশ মাসের শিশুকে স্যানিটাইজার মেশানো জল খাইয়ে দেওয়ার অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরার ঊনকোটি জেলায় ১০ মাসের একটি শিশুকে স্যানিটাইজার মেশানো জল খাইয়ে দেওয়ার অভিযোগ উঠলো আশা (ASHA) কর্মীর বিরুদ্ধে। বুধবার একথা জানিয়েছে পুলিস।

পুলিস আধিকারিক প্রদ্যুত দত্ত জানিয়েছেন ইতিমধ্যেই পুলিস সেই আশাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সোনামুরা স্বাস্থ্য কেন্দ্রে পোলিও টিকা নেয় শিশুটি। তারপর তাঁর মা আশাকর্মীকে পানীয় জল দিতে বলে তখনই স্যানিটাইজার মেশানো জল দেন ওই আশা কর্মী। জল খেয়েই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: করোনা রোগীর দেহ খুবলে খেল কুকুর, হাসপাতালের গাফিলতি নিয়ে উঠল প্রশ্ন

ঘটনার এমনই বর্ণনা দিয়ে পুলিস আধিকারিক প্রদ্যুত দত্ত জানিয়েছেন প্রাথমিক তদন্ত থেকে অনুমান ভুল করেই স্যানিটাইজার মেশানো জল দিয়ে ফেলেছিলেন ওই আশা কর্মী।  স্বাস্থ্য আধিকারিকদের থেকে পাওয়া খবর অনুযায়ী শিশুটির অবস্থা এখন স্থিতিশীল এবং চিকিৎসা চলছে। প্রসঙ্গত করোনা লড়াইয়ে সক্রিয় ভূমিকা নিয়েছেন আশা কর্মীরা। কোভিড যুদ্ধে তাঁরাও সহযোদ্ধা।

.