সত্যি হয়ে যাওয়া পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এপ্রিল ফুল জোকস

সালটা ২০০৭। দিনটা পয়লা এপ্রিল। শুনেই বুঝতে পারছে এমন একটা দিন মানে শুধুই ঠকা আর ঠকানোর পালা। এ ওকে ঠকায়, তো ও একে ঠকায়। এমনই একটা সময় গুগল কর্তৃপক্ষ তাদের কর্মচারীদের একটা ই মেল পাঠাল। ইমেলটা মারাত্মক একটা খবর। ইমেলে লেখা তাদের অফিসে একটা পাইথন ঢুকেছে। সবাই সাবধান হয়ে যান। মেলটা পেয়ে সব কর্মচারীদের সে কী হাসি।

Updated By: Feb 3, 2016, 06:04 PM IST
সত্যি হয়ে যাওয়া পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এপ্রিল ফুল জোকস

ওয়েব ডেস্ক: সালটা ২০০৭। দিনটা পয়লা এপ্রিল। শুনেই বুঝতে পারছে এমন একটা দিন মানে শুধুই ঠকা আর ঠকানোর পালা। এ ওকে ঠকায়, তো ও একে ঠকায়। এমনই একটা সময় গুগল কর্তৃপক্ষ তাদের কর্মচারীদের একটা ই মেল পাঠাল। ইমেলটা মারাত্মক একটা খবর। ইমেলে লেখা তাদের অফিসে একটা পাইথন ঢুকেছে। সবাই সাবধান হয়ে যান। মেলটা পেয়ে সব কর্মচারীদের সে কী হাসি।

অনেকেই বলল, এই মেলের জোকসটা বড্ড বোকা বোকা হয়ে গিয়েছে। মেল পর্ব চুকিয়ে এরপর সবাই কাজে মন দিল। ঘটনাটা ঘটল তারপর। কিছুক্ষণ বাদেই কর্তৃপক্ষ জানিয়ে দিল অফিসের বাথরুম থেকে একটা পাইথন উদ্ধার করা হয়েছে। সবাই ছুটে গিয়ে দেখল পাইথনটা পড়ে রয়েছে। জোকসের জন্য নয় পাইথনটা কোনওভাবে অফিসে ঢুকে পড়েছিল।

ভাবছেন তো এখন কেন ব্যাপরটা বললাম?তাহলে শুনুন। গুগল প্রতিবারের মত এবারও তাদের কর্মচারীদের এপ্রিল ফুল জোকস পাঠাবে। আর এবার নাকি জোকসে অভিনবত্ব থাকবে।  

('অসাধারণ জ্ঞান' বইটি থেকে নেওয়া হয়েছে। লেখক-স্বরূপ দত্ত, পার্থ প্রতিম চন্দ্র)

.