পাঁচ বছর পর শতাধিক মানুষের চোখের সামনে টোকিয়োতে ফুটল পৃথিবীর বৃহত্তম ফুল

প্রকৃতির শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি কি ফুলেরাই? এই নিয়ে বিতর্ক থাকলেও ফুলযে প্রকৃতির অন্যতম সেরা সৃষ্টি সে বিষয়ে বোধহয় কোনও তর্ক নেই। চোখের সামনে ফুল ফুটতে ঠিক কেমন লাগে? নিশ্চয়ই সেই অনুভূতি অনন্য। কিন্তু, যদি সেই ফুলের উচ্চতা সাড়ে ৬ ফুট হয়? তাহলে?

Updated By: Jul 27, 2015, 04:17 PM IST
পাঁচ বছর পর শতাধিক মানুষের চোখের সামনে টোকিয়োতে ফুটল পৃথিবীর বৃহত্তম ফুল

ওয়েব ডেস্ক: প্রকৃতির শ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি কি ফুলেরাই? এই নিয়ে বিতর্ক থাকলেও ফুলযে প্রকৃতির অন্যতম সেরা সৃষ্টি সে বিষয়ে বোধহয় কোনও তর্ক নেই। চোখের সামনে ফুল ফুটতে ঠিক কেমন লাগে? নিশ্চয়ই সেই অনুভূতি অনন্য। কিন্তু, যদি সেই ফুলের উচ্চতা সাড়ে ৬ ফুট হয়? তাহলে?

ঠিক সেই রকমই বিরল মুহূর্তের সাক্ষী থাকল টোকিয়ো। দীর্ঘ পাঁচ বছর পর জাপানের সেই শহরে বহু মানুষের চোখের সামনে কুঁড়ি থেকে ফুটে উঠল পৃথবীর বৃহত্তম ফুল অ্যামোরফোফ্যাল্লাস টাইটানাম (Amorphophallus titanum).

এই ফুল ফুটতে বহু দিন সময় নেয়। টোকিয়োর জিন্দাই বোটানিকাল গার্ডেনে সেই বিরলতম মুহূর্তের সাক্ষী থাকলেন শতাধিক মানুষ।

তবে সাধারণত অনান্য ফুলে যে মিষ্টি গন্ধ থাকে এ ফুলের তা নেই। তার বদলে দুর্গন্ধের জন্যই বিখ্যাত এই দৈত্য ফুল। গন্ধের জন্যই একে 'শব ফুল'-ও বলা হয়।  

এই ফুলের গন্ধ শুধুমাত্র পচা মাংসের সঙ্গে তুলনীয়। পরাগযোগের জন্য এই গন্ধ মূলত মাছি ও বিটলসদের আকৃষ্ট করে।

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার রেন ফরেস্ট আসলে এই ফুল আদত বাসভূমি।

 

.