কারণসুধাই নারী আত্মহত্যার কারণ!

Updated By: Oct 3, 2017, 08:06 PM IST
কারণসুধাই নারী আত্মহত্যার কারণ!

ব্যুরো: যে মহিলারা মাত্রাতিরিক্ত মদ্যপান করেন এবং যাদের অনিদ্রা রোগ (ইনসোমনিয়া) রয়েছে, একই সঙ্গে সবসময় ক্লান্তিভাব অনুভব করেন তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি, এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়। মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল ন্যাডরফ তাঁর গবেষণায় আবিষ্কার করেছেন, "মদের প্রতি আসক্তি আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয় এবং এটা মূলত অনিদ্রাজনিত কারণ থেকেই বৃদ্ধি পায়।" এই সমস্যা সমাধানের পথও দেখিয়েছে সাম্প্রতিক গবেষণা। সেখানে বলা হয়েছে, অনিদ্রাজনিত রোগের সঠিক চিকিৎসা করিয়ে যদি তার সমাধান করা হয় এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমানো যায়, তাহলে আত্মহত্যার প্রবণতা অনেকটাই কমে যায়। 

আরও পড়ুন- পুজোয় বিদ্যুৎ চুরি! ৬,১৮৮টি প্যান্ডেলকে দিতে হবে মোট ১.২৪ কোটি

উল্লেখ্য, স্নাতক হননি এমন ৩৭৫ জন মার্কিন ছাত্রীর উপর এই গবেষণা চালানো হয়। অনিদ্রাজনিত বিষয়, দুঃস্বপ্ন, অ্যালকোহল, আত্মহত্যা-এই চারটি বিষয়ের উপরই প্রশ্নপত্র তৈরি করেছিলেন গবেষক  মাইকেল ন্যাডরফ। এই বিষয়গুলি সম্পর্কিত নিজেদের অভিজ্ঞতাকে অনলাইন মাধ্যমে ব্যক্ত করেন পড়ুয়ারা। মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির এই গবেষণা জার্নাল অব ক্লিনিক্যাল স্লিপ মেডিসিন-এ প্রকাশিতও হয়। 

.