বিমান দুর্ঘটনার সময় যাত্রীদের অসহায় অবস্থার ফুটেজ দেখুন
বিমান দুর্ঘটনা বলতে মনে করিয়ে দেয় MH370-র রহস্যময় নিখোঁজ কিংবা সাম্প্রতিক বিট্রেনের শোরেহম বিমান দুর্ঘটনা। ফ্লাই থেকে ল্যান্ডিং বিমান সফর যে আতঙ্কের, এনিয়ে সন্দেহ নেই। প্রতিদিনই বিমান দুর্ঘটনা নিয়ে কোনও খবর হয়েই থাকে।
Updated By: Sep 11, 2015, 01:46 PM IST
ওয়েব ডেস্ক: বিমান দুর্ঘটনা বলতে মনে করিয়ে দেয় MH370-র রহস্যময় নিখোঁজ কিংবা সাম্প্রতিক বিট্রেনের শোরেহম বিমান দুর্ঘটনা। ফ্লাই থেকে ল্যান্ডিং বিমান সফর যে আতঙ্কের, এনিয়ে সন্দেহ নেই। প্রতিদিনই বিমান দুর্ঘটনা নিয়ে কোনও খবর হয়েই থাকে।
যদিও বিমান যাত্রাকে নিরাপদ করতে চলছে অত্যাধুনিক প্রযুক্তির গবেষণা। কিন্তু দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। তেমনই কিছু ভয়াবহ দুর্ঘটনা ধরা পড়ল প্লেনের অভ্যন্তরীণ ক্যামেরায়। মরি কী বাঁচি যাত্রীদের। অসহায় পাইলট!
দেখুন তেমন কিছু দমবন্ধ করা বিমান দুর্ঘটনার ভিডিও