দাঁত না মাজলে কী হয় দেখুন একবার ভিডিওতে!

আপনার দাঁত কেমন? খুব সুন্দর? সাদা, ঝকঝকে? নাকি হলদেটে? আপনি কি একেবারেই আপনার দাঁতের যত্ন নেন না? মাঝেমাঝেই দাঁত ব্রাশ করেন না? লোককে দিব্যি ফাঁকি দিয়ে দেন? তারপর নিজেই বুঝতে পারেন, ইস্, দাঁতগুলো আপনার একেবারে নষ্ট হয়ে গেল!

Updated By: May 2, 2016, 06:36 PM IST
দাঁত না মাজলে কী হয় দেখুন একবার ভিডিওতে!

ওয়েব ডেস্ক: আপনার দাঁত কেমন? খুব সুন্দর? সাদা, ঝকঝকে? নাকি হলদেটে? আপনি কি একেবারেই আপনার দাঁতের যত্ন নেন না? মাঝেমাঝেই দাঁত ব্রাশ করেন না? লোককে দিব্যি ফাঁকি দিয়ে দেন? তারপর নিজেই বুঝতে পারেন, ইস্, দাঁতগুলো আপনার একেবারে নষ্ট হয়ে গেল!

ওইজন্যই তো কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। নাহলেই গেল। দাঁত ছাড়া আপনার মুখ, মানে ফোকলা আর কী। একটু ভাবুন তো? ইস ভাবতেই কেমন লাগলো না? তাই নিজে দেখুন এই ভিডিওটা।অন্যকেও দেখান অবশ্য। অনেকেরই কিন্তু স্বভাব আছে, মাঝেমাঝেই দাঁত না মাজা। সেটা করলে, কী হতে পারে একবার দেখুন। শিউরে উঠতে হবে আপনাকে। তাই অন্যকে সচেতন করুন। কারণ, দাঁতই কিন্তু সৌন্দর্যের আসল স্বচ্ছতা আনে।

 

.