যে প্রশ্নগুলোর সত্যিই কোনও উত্তর হয় না

Updated By: Jun 1, 2016, 06:00 PM IST
যে প্রশ্নগুলোর সত্যিই কোনও উত্তর হয় না

প্রশ্ন জিনিসটা খুব কঠিন। সেই প্রশ্ন যদি করে কোনও শিশু তাহলে তা আরও কঠিন হয়ে দাঁড়ায়। ক দিন ধরেই ফেসবুকে এমনই কিছু প্রশ্নের পোস্ট ভাইরাল। প্রশ্নের উত্তর দিতে বসে দেখা গেল, সত্যি এগুলোর কোনও উত্তর হয় না। আসুন দেখে নিই সেই প্রশ্নগুলো। উত্তর জানা থাকলে নিচে কমেন্ট করুন--

১) টাকা যদি গাছেই না ধরে, তাহলে ব্যাঙ্কগুলোর এত শাখা কেন থাকে?

২) সাঁতার যদি খুব ভাল ব্যায়াম হয়,তাহলে নীল তিমি এত মোটা কেন?

 

৩) কপিরাইট চিহ্ণটার কপিরাইট কার?

৪) সবাই যদি স্বর্গে যেতে চায়, তাহলে কেউই মরতে চায় না কেন?

৫) পিত্জা আকারে গোল, তাহলে ওগুলো চারকোণা বাক্সে আসে কেন?

৬) মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় শাট আপ, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে শাট ডাউন' কেন

৭) যদি একজন শিক্ষক সব বিষয়ে পড়াতে না পারেন, তাহলে একজন ছাত্র কী করে সব বিষয়ে পড়তে পারে?

৮) আলোর গতি আমাদের জানা আছে,অন্ধকারের গতি কত?

Tags:
.