দার্জিলিংয়ের চিড়িয়াখানার জৌলুস বাড়িয়ে গাছে গাছে খেলা করছে লাল পান্ডা! ধরা পড়ল ক্যামেরায়

দেখুন Zee ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ ভিডিয়ো...

Edited By: সুদীপ দে | Updated By: Sep 21, 2020, 09:49 PM IST
দার্জিলিংয়ের চিড়িয়াখানার জৌলুস বাড়িয়ে গাছে গাছে খেলা করছে লাল পান্ডা! ধরা পড়ল ক্যামেরায়

নিজস্ব প্রতিবেদন: আইইউসিএনের বিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে লাল পান্ডার নাম। চোরাশিকার, বাসস্থানের অভাবে ক্রমশ কমতে কমতে বর্তমানে এদের সংখ্যা ১০ হাজারেরও কম। তাই লাল পান্ডার সংরক্ষণে জোর দিতে বিগত ১০ বছর ধরে ‘আন্তর্জাতিক লাল পান্ডা দিবস’ পালিত হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান পার্ক (PNHZ) বা দার্জিলিংয়ের চিড়িয়াখানায়। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার আন্তর্জাতিক লাল পান্ডা দিবস হিসেবে পালিত হয়।

এই মুহূর্তে দার্জিলিং চিড়িয়াখানায় মোট ২৪টি লাল পান্ডা রয়েছে। এর মধ্যে ৮টি পুরুষ, ১২ স্ত্রী ও ৪টি শাবক। বিগত প্রায় এক দশক ধরে লাল পান্ডার সংরক্ষণ ও প্রজননের জন্য নানা ব্যবস্থা নেওয়া হয় এই দার্জিলিং চিড়িয়াখানায়। কর্তৃপক্ষের উদ্যোগে এই লাল পান্ডাদের সিঙ্গালিলা ও নওরা জাতীয় উদ্যানের অরন্যের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। ঠিক যেমন ২০০৩ সালে ২টি লাল পান্ডাকে সিঙ্গালিলার অরন্যে ছেড়ে দেওয়া হয়।

এ বছরে দার্জিলিং চিড়িয়াখানায় ‘আন্তর্জাতিক লাল পান্ডা দিবস’ পালিত হলেও এ বার অন্যান্য বছরের মতো দর্শকের আনাগোনার উপয় নেই। তাই অনলাইনে আয়োজিত হচ্ছে বিশেষ ফটোগ্রাফি প্রতিযোগিতা। লাল পান্ডাদের কী ভাবে বাঁচিয়ে রাখা যায়, কী ভাবে তাদের প্রজনন প্রক্রিয়া সামলানো হয়, এ সবই শিক্ষামূলক ভিডিয়ো বানিয়ে সংরক্ষণের প্রচার চালানো হবে সোশ্যাল মিডিয়ায়। সেই সব উদ্যোগের মাঝেই দার্জিলিং চিড়িয়াখানার গাছে গাছে খেলে বেড়াতে দেখা গেল বেশ কয়েকটি লাল পান্ডাকে। Zee ২৪ ঘণ্টার ক্যামেরায় ধরা পড়েছে সেই এক্সক্লুসিভ মুহূর্ত। আসুন দেখে নেওয়া যাক তারই এক ঝলক...

.