The Venus Transit: জেনে নিন শুক্রের গোচর কোন কোন রাশির জীবন ভরিয়ে তুলবে নানাবিধ সাফল্যে ...

The Venus Transit in Leo: জুলাই মাসের ৭ তারিখে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। শুক্রের এই ট্রানজিশন তিন রাশির জাতক-জাতিকাদের উপর বিশেষ শুভ প্রভাব ফেলবে।

Updated By: Jun 11, 2023, 08:03 PM IST
The Venus Transit: জেনে নিন শুক্রের গোচর কোন কোন রাশির জীবন ভরিয়ে তুলবে নানাবিধ সাফল্যে ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রানজিশন বা গোচর গ্রহের সংসারে এক আবশ্যিক ব্যাপার। প্রতিটি গ্রহেরই গোচর ঘটে। সামনের মাসেই রয়েছে শুক্রের গোচর। শুক্রকে সম্পদ, বিলাসিতা, ঐশ্বর্যের কারক গ্রহ বলা হয়। এই গ্রহ অন্য গ্রহের মতোই প্রতি মাসে স্থান পরিবর্তন করে। এর জেরে ১২ রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব পড়ে। 

আরও পড়ুন: শনি-চন্দ্রের মিলনে তৈরি 'বিষ যোগ' কি সত্যিই 'বিষ' না অমৃত? কাদের সতর্ক থাকতে হবে, কাদের পোয়াবারো?

আগামী জুলাই মাসের ৭ তারিখে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। শুক্রের এই ট্রানজিশন তিন রাশির জাতক-জাতিকাদের উপর বিশেষ শুভ প্রভাব ফেলবে।

বৃষ রাশি

এ সময়ে বৃষ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। পরিবেশ অনুকূল থাকবে। এঁরা সব ক্ষেত্রেই ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সম্পত্তি ক্রয়ের যোগ। নতুন ব্যবসা শুরু করতে পারেন। বহু ক্ষেত্রেই এঁদের আর্থিক লাভের সম্ভাবনা। দাম্পত্য সম্পর্ক সুস্থ স্বাভাবিক মধুর থাকবে। এঁরা ব্যবসায় লাভের মুখ দেখবেন। মানসিক চাপ কমবে। শরীরস্বাস্থ্য ভালো যাবে। 

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের শুভ সময়। এঁদের আর্থিক দিক থেকে প্রচুর লাভ হবে। সব কিছুতেই ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এঁরা। শত্রুরা এসময় এঁদের ক্ষতি করতে পারবে না। বিদেশ ভ্রমণের যোগ আছে। এই রাশির যেসব জাতক শেয়ারবাজার বা মার্কেটিংয়ে কর্মরত তাঁদের জীবনে সাফল্যের সময়ে আসছে।  

আরও পড়ুন: ৩০ বছর পরে নিজের রাশিতেই শনি! জেনে নিন কোন রাশির জাতকদের কপাল খুলতে চলেছে...

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের আর্থিক দিক থেকে লাভের যোগ রয়েছে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগের পক্ষে শুভ। প্রেমের পক্ষে ভালো সময়। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। দূরভ্রমণের যোগ। গবেষকদের পক্ষে শুভ সময়। দাম্পত্যজীবন ভালো থাকবে। 

এই সবই জ্যোতিষবিদদের অনুমান। বহু বছরের গ্রহ গোচরের ফলাফল বিশ্লেষণ করে রাশি-ভিত্তিক একটা গণনা বা হিসাব তাঁরা করে থাকেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.