Vastu Tips: অশান্তি কমাতে রান্নাঘরে থাকুক এই মশলা, বাস্তুদোষ থেকে অর্থনৈতিক সমস্যা নিমেষে হবে উধাও!

রান্নাঘরে থাকা মশলার মধ্যেও যে বাস্তুদোষ কাটানোর উপায় থাকবে তা ভাবনার মধ্যে থাকার কথা নয়। ধনে দিয়ে যেমন খুব ভালো কষিয়ে রান্না হতে পারে, ঠিক তেমনি ধনে কিন্তু আপনার জীবনকে পাল্টে দিতে পারে। আপনার অর্থনৈতিক জীবনে বদল আনতে পারে ধনে। এক মুঠো ধনে বীজ আপনার জীবনের সমস্ত অর্থ সংকটকে দূর করতে পারে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

Updated By: Feb 16, 2023, 04:00 PM IST
Vastu Tips: অশান্তি কমাতে রান্নাঘরে থাকুক এই মশলা, বাস্তুদোষ থেকে অর্থনৈতিক সমস্যা নিমেষে হবে উধাও!
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রান্নাঘরে থাকা মশলার মধ্যেও যে বাস্তুদোষ কাটানোর উপায় থাকবে তা ভাবনার মধ্যে থাকার কথা নয়। ধনে দিয়ে যেমন খুব ভালো কষিয়ে রান্না হতে পারে, ঠিক তেমনি ধনে কিন্তু আপনার জীবনকে পাল্টে দিতে পারে। আপনার অর্থনৈতিক জীবনে বদল আনতে পারে ধনে। এক মুঠো ধনে বীজ আপনার জীবনের সমস্ত অর্থ সংকটকে দূর করতে পারে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন, যৌন জীবনের সম্পূর্ণ উপভোগ করত চাইলে অবশ্যই অভ্যাস করুন এই ৫ আসন

এক মুঠো ধনে লাল কাপড়ের মধ্যে রেখে আপনি যদি মা লক্ষ্মীর চরণের কাছে রাখতে পারেন এবং প্রণাম মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পাবেন এমনটাই বলছেন বাস্তবিশেষজ্ঞরা। একটি সাদা কাপড়ের মধ্যে এক মুঠো ধনে দিয়ে ভালো করে কাপড়টিকে বেঁধে যদি আপনি বিছানায় বা বালিশের তলায় রেখে দিতে পারেন, তাহলে আপনার অর্থনৈতিক ভাগ্য অনেকটাই বদলে যাবে।

প্রতি বুধবার করে যদি হলুদ কাপড়ের মধ্যে এক মুঠো ধনে দিয়ে আপনি সিদ্ধিদাতা গণেশের চরণে রাখতে পারেন। তাহলে দেখবেন আপনার জীবনের শান্তি ফিরে এসেছে। সিদ্ধিদাতা গণেশের কৃপায় আপনার অর্থনৈতিক সংকট অনেকাংশে দূর হয়েছে। 

Disclaimer: এই পদ্ধতি কোনোটাই যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। প্রয়োজনে বাস্তুবিদ বা বিশেষজ্ঞদের পরামর্শ নিন। 

আরও পড়ুন, Maha Shivratri 2023: শিবরাত্রির দিনে কোন নিয়মে বেলপাতা নিবেদন করলে ভাগ্য ফিরবে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.