Feng shui Tips: ঘরে ফেং শুই রাখুন এই নিয়মে, অর্থের জোয়ারে ফিরবে ভাগ্য

Feng shui Tips: চিনা বাস্তুশাস্ত্র অর্থাৎ ফেং শুইকে অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়েছে। বলা হয়, আপনি যদি আপনার বাড়ির সাজসজ্জা ও জিনিসপত্র ফেংশুই অনুযায়ী বজায় রাখেন, তা হলে বাড়িতে সব সময় আশীর্বাদ থাকবে। 

Updated By: May 19, 2023, 06:40 PM IST
Feng shui Tips: ঘরে ফেং শুই  রাখুন এই নিয়মে, অর্থের জোয়ারে ফিরবে ভাগ্য

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে বিশ্বাস অনুযায়ী, চিনা বাস্তুশাস্ত্র অর্থাৎ ফেং শুইকে অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয়। বলা হয়, আপনি যদি আপনার বাড়ির সাজসজ্জা ও জিনিসপত্র ফেং শুই অনুযায়ী বজায় রাখেন, তা হলে বাড়িতে সব সময় আশীর্বাদ থাকবে। তাই জেনে নেওয়া যাক ফেংশুই ও তার প্রতিকার সম্পর্কে।

আরও পড়ুন, আপনি ছাড়াও অন্য কেউ ব্যবহার করছে আপনার PAN কার্ড! কীভাবে জানবেন?

ফেং ও শুই শব্দের আক্ষরিক অর্থ বায়ু ও জল। ফেং শুই টিপস ঘরের বায়ু ও জলকে ইতিবাচক হিসাবে দেখায়। এর প্রভাব পড়ে বাড়ির পরিবেশের উপর। ঘরে যদি নেগেটিভ আলো থাকে, তাহলে সেই আলোকে ইতিবাচক আলোতে বদলে দিয়ে ফেং শুই আমাদের জীবনে প্রভাব ফেলে। ঘরের মানুষের মানসিক অবস্থার পরিবর্তনেও কাজ করে ফেং শুই। বাড়িতে রাখা ফেং শুই আইটেম মানুষের মানসিকতা বদলে দেয়।

বাড়ি ভাঙচুর না করে ফেং শুই টুল ব্যবহার করে নিজের মতো করে বাড়ি তৈরি করা যায়। এই সরঞ্জামগুলি ব্যবহার করে ইতিবাচক ফেং শুই শক্তির প্রবাহ বৃদ্ধি করা যেতে পারে। জল, আগুন, মাটি, ধাতু, কাঠ - এই পাঁচ উপাদানের উপর পুরোপুরি কাজ করে ফেং শুই। ফেং শুই মতে, এই পাঁচ উপাদানের সাহায্যে দিশার ভুল প্রভাব কাটিয়ে ওঠা যায়।

ফেংশুই মতে, ধন, সুখ, সৌভাগ্যের পাশাপাশি সম্পর্কের মধুরতা ও সুখের জন্য ফেংশুই ব্যবস্থা কার্যকর বলে প্রমাণিত হয়। সবাই যদি চায় আমরা সুখী হই। ফেং শুই আইটেমও একই কাজ করে। 

Disclaimer: এখানে যে তথ্য দেওয়া হয়েছে তা সাধারণ বিশ্বাস ও তথ্যের উপর ভিত্তি করে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল এর সত্যতা বিচার করেনি) 

আরও পড়ুন, Shani Jayanti 2023: শুক্রবারই শনিজয়ন্তী! কাদের উপর পড়বে শনিদেবের বিশেষ কৃপাদৃষ্টি?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.