সংসারের অমঙ্গল, বিপর্যয় এড়াতে এই জিনিসগুলি ভুলেও শোবার বা বসার ঘরে রাখবেন না
জেনে নেওয়া যাক এমন ১০টি জিনিস সম্পর্কে যা শোবার ঘর বা বসার ঘরে থাকলে সংসারের মারাত্মক অমঙ্গল ডেকে আনতে পারে...
অনেক সময় দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসছে, তখন বুঝতে হবে বাস গৃহে বা কর্মক্ষেত্রে বাস্তু দোষ আছে। আমাদের নিজেদের অজান্তেই আমরা বাস্তু দোষের কারণ তৈরি করে ফেলি। আসুন বাস্তুশাস্ত্র মতে জেনে নেওয়া যাক এমন ১০টি জিনিস সম্পর্কে যা শোবার ঘর বা বসার ঘরে থাকলে সংসারের মারাত্মক অমঙ্গল ডেকে আনতে পারে।
সংসারের অমঙ্গল, বিপর্যয় এড়াতে বাস্তুশাস্ত্রের প্রতিকার:
১) বাড়িতে বিশেষ করে শোওয়ার ঘরে বা বসার ঘরের টবে কোনও কাঁটা জাতীয় ঝোপ বা গাছ বা এ রকম কোনও ছবি রাখবেন না। এতে পরিবারের লোকজনের মধ্যে অবচেতনায় এক ধরনের টেনশন সৃষ্টি কাজ করে।
২) শোবার ঘর মহাভারত বা রামায়নের যুদ্ধের ছবি রাখবেন না। এতে পরিবারের সদস্যদের মধ্যে মারামারি, হিংসা, মনোমালিন্য, এমনকি রক্তপাতের ঘটনাও ঘটে যেতে পারে।
৩) শোবার ঘর বা বসার ঘরে কোনও জলপ্রপাতের মডেল বা ছবি টাঙাবেন না। এতে বাবাড়িতে খরচের পরিমাণ বাড়বে। চাকরি করলে পদোন্নতি আটকে যাবে।
৪) শোবার ঘর বা বসার ঘরে তাজমলের কোনও ছবি বা তাজমহলের অবিকল কোনও মডেল রাখবেন না। কারণ, আপাতদৃষ্টিতে তাজমহল শাহজাহানের প্রেমের স্মৃতি হলেও তাজমহল আসলে একটা কবরস্থান। এই ছবি বা মডেল পক্ষান্তরে অবচেতনে মৃত্যুর মতো বা দুঃখের মতো নেগেটিভ ভাবকে গোপনে আহ্বান করে।
৫) শোবার ঘর বা বসার ঘরে ডুবন্ত কোনও জাহাজ বা নৌকার ছবি তা যতই শিল্পগুণ সম্পন্নই হোক না কেন, তা টাঙাবেন না। এতে পরিবারের আপনজনের মধ্যে যে মধুর বা স্নেহের সম্পর্ক আছে তা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে।
৬) শোবার ঘর বা বসার ঘরে কোথাও কৃত্রিম ফুল বা ফুলগাছ, তা দেখতে যতই সুন্দর হোক না কেন, রাখবেন না। বাস্তুমতে আসল গাছের মাধ্যমে সূক্ষ্ম শক্তির যে আদান প্রদান হয় কৃত্রিম উদ্ভিদে তা হয় না। বরং এই জাতীয় ফুল বা গাছ পরিবারের সদস্যদের মানসিক ক্ষতি করতে পারে।
৭) শোবার ঘর বা বসার ঘরে কখনও নটরাজের মূর্তি বা ছবি রাখবেন না। নটরাজ মানে ভগবান শিব। কিন্তু মনে রাখতে হবে নটরাজ ধ্বংস বা সংহারের প্রতীক। বসতবাড়ি বা শোবার ঘর ধ্বংসের কোনও জিনিস আমাদের অমঙ্গল ডেকে আনতে পারে। একই ভাবে বাড়িতে কোনও উগ্র দেবদেবীর মূর্তি বা ছবি রাখা উচিত নয়।
৮) বাড়িতে অচল দেওয়াল ঘড়ি থাকলে তা সঙ্গে সঙ্গে সারিয়ে আনুন বা নতুন কিনে আনুন। খারাপ বা অচল ঘড়ি টাঙানো থাকলে তা আপনার আয়ের উপর কুপ্রভাব ফেলে। ব্যবসায়ী হলে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।
আরও পড়ুন: বাস্তু দোষে জীবন বিপর্যস্ত? জেনে নিন এর লক্ষণ আর প্রতিকার
৯) শোবার ঘর বা বসার ঘরে কোনও আত্মঘাতী ব্যক্তির ছবি টাঙাবেন না। ওই ব্যাক্তি আপনার অত্যন্ত প্রিয় বা কাছের হলেও টাঙাবেন না। এতে মনে ভয়ঙ্কর ঋণাত্মক প্রভাব পড়ে।
১০) শোওয়ার ঘরে কোথাও কোনও ধারালো কুড়ুল, ছুরি, কাটারি, বল্লম ইত্যাদি থাকলে তা সরিয়ে ফেলুন। এতে জীবনে ঋণাত্মক প্রভাব বাড়বে আর ঘুমের ক্ষতি হবে।