এই আসনগুলির চর্চায় যৌন মিলনে বাড়বে স্ফুর্তি!

এই আসনগুলি নিয়মিত চর্চা করলে বাড়বে আপনার শরীরের নমনীয়তা, বাড়বে যৌন মিলনের স্ফুর্তি।

Updated By: Jun 21, 2018, 05:21 PM IST
এই আসনগুলির চর্চায় যৌন মিলনে বাড়বে স্ফুর্তি!

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস। শরীর ও মন— দুয়ের উপরেই যোগের প্রভাব অপরিসীম। জেনে নিন এমনই কিছু আসন যা প্রতিদিন নিয়মিত চর্চা করলে আপনার শরীরের নমনীয়তা বাড়বে। বাড়বে যৌন মিলনের স্ফুর্তি।

১) প্রসারিত পদোত্তাসন: প্রসারিত পদত্তোসন বা স্ট্যান্ডিং স্ট্রেডল ফরওয়ার্ড বেন্ড মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, শরীরের ব্যালান্স বাড়ায়। শরীরের নীচের অংশের পেশীর নমনীয়তা বাড়ায়।

আরও পড়ুন: কোন রোগ কমাতে কোন যোগ উপকারী! জেনে নিন...

২) অধমুখ শ্বনাসন: এই আসন গোটা শরীরের নমনীয়তা, ব্যালান্স যেমন বাড়ায় তেমনই মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে আপনাকে রিল্যাক্সড করে। মনোসংযোগ বাড়ায়।

৩) চক্রাসন: চক্রাসন বা হুইল পোজ আপনার মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়। একই সঙ্গে গোটা শরীরের নমনীয়তা বাড়ায়।

৪) সুপ্ত বদ্ধ কোনাসন: এই আসন উরু ও নিতম্বের শক্তি বাড়ায়। যৌন মিলন এবং সন্তান প্রসবকালে এই আসন অত্যন্ত উপযোগী।

প্রসারিত পদোত্তাসন

৫) আনন্দ বলাসন: এই আসন আপনার উরু, হাঁটু, জঙ্ঘা সহ শরীরের নীচের অংশের নমনীয়তা বাড়ায় এই আসন। জরায়ুর সংকোচন, প্রসারণে সাহায্য করায় এই আসন মেয়েদের ঋতুকালে (মেনস্ট্রুরেশন) ও যৌন মিলনের সময় আনন্দ বলাসন অত্যন্ত উপযোগী।

আরও পড়ুন: আপনার যৌন ক্ষমতা কতটা, জানাবে আপনার ব্লাড গ্রুপ!

৬) হলাসন: মেরুদন্ডের নমনীয়তা বাড়াতে, পিঠ, কোমররে ব্যথা সারাতে অবশ্যই রোজ করুন এই আসন। হাতের পেশীর জোরও বাড়ায় হলাসন।

৭) সেতুবন্ধন আসন: সেতুবন্ধন আসন বা ব্রিজ পোজ গোটা শরীরের নমনীয়তা বাড়ায়। নীচের অংশের পেশী যেমন সবল করে, তেমনই ঘাড়ের ব্যালান্সও বাড়ায়।

.