Update Your Aadhar Details: আধার কার্ড আপডেট করার শেষ দিন কবে জানেন? এর পরে কিন্তু...

Update Your Aadhar Details: এমন নয় যে, এর পরে আর আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে না। এর পরেও আপডেট করা যাবে। তবে, তখন টাকা লাগবে।

Updated By: Jun 14, 2023, 12:29 PM IST
Update Your Aadhar Details: আধার কার্ড আপডেট করার শেষ দিন কবে জানেন? এর পরে কিন্তু...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আধার কার্ড নিয়ে সব সময়ই কিছু না কিছু আলোচনা চলে। কানাঘুষো শোনা যায়, এটা করতে হবে-ওটা করতে হবে, না হলে কার্ড বন্ধ হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে ইত্য়াদি। তবে আমাদের পরামর্শ, কখনোই কোনও গুজবে কান দেবেন না। পরিষ্কার জেনে নিন, কী করতে হবে। 

আরও পড়ুন: Income Tax Return: আয়করে ৫ বড় পরিবর্তন, ট্যাক্স জমার আগে আয়করদাতারা জেনে নিন

যদি আপনার আধার কার্ড ১০ বছরের পুরনো হয়, এবং এর মধ্যে যদি কখনও সেটি আপডেট না করে থাকেন তবে এখন সেটা করিয়ে নিতে পারেন। এটা করার জন্য নির্ধারিত দিন ছিল গত ১৫ মার্চ ২০২৩ থেকে ১৪ জুন, অর্থাৎ, আজই সেই দিন শেষ হচ্ছে। এর মানে, এই নয় যে, এর পর আর আপডেট করা যাবে না। এর পরেও আপডেট করা যাবে। তবে, টাকা লাগবে। প্রতিটি কারেকশন বা তথ্য সংযোজনের জন্য ৫০ টাকা করে লাগবে। অর্থাৎ, আজ, ১৪ জুনের মধ্যে কাজটি করে নিলে কোনও টাকা দিতে হবে না। 

মাই আধার পোর্টালে গিয়ে সংশোধন বা সংযোজনের এই কাজটি করতে হবে। এর পরে নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে কাজটি করাতে হবে। 

ঠিকানা সংক্রান্ত তথ্য আধার কার্ডে আপলোড করবেন কীভাবে? 

১) https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে ঢুকুন

২) লগ ইন করুন। তারপর কোনটি সংশোধন করবেন-- নাম/জেন্ডার/ডেট অফ বার্থ/অ্যাড্রেস-- সেটি বেছে নিন

৩) আপডেট আধার অনলাইনে ক্লিক করুন

৪) 'ডেমোগ্রাফিক অপশনে'র তালিকা থেকে অ্যাড্রেস বেছে নিন তারপর 'প্রসিড টু আপডেট' আধার-য়ে ক্লিক করুন

৫) স্ক্যানড কপি আপলোড করুন এবং প্রয়োজনীয় ডেমোগ্রাফিক ইনফরমেশন 'এন্টার' করুন

৬) (নির্ধারিত দিনের মধ্যে করতে না পারলে) ৫০ টাকা পেমেন্ট করুন

৭) একটা 'সার্ভিস রিকোয়েস্ট নাম্বার' (SRN) আসবে, এটা সেভ করুন পরে কাজে লাগবে। পুরো প্রসেস হয়ে গেলে আপনি একটা এসএমএস পাবেন। 

আরও পড়ুন: ইন্ডোর প্ল্যান্টসের বাস্তু জানেন? ঘরে এই কয়েকটি গাছ রাখলে সংসারে ঝরবে সম্পদ-অর্থ-প্রেম...

'আপডেট রিকোয়েস্ট প্রসেস' পুরোপুরি করা হয়ে গেলে আপনাকে একটি 'রিকোয়েস্ট নাম্বার' (URN) দেওয়া হবে। নাম্বারটি আসবে এই ফরম্যাটে-- 0000/00XXX/XXXXX। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.