নিজের লিঙ্গ পছন্দ অনুযায়ী পাবলিক টয়লেট ব্যবহারের ছাড়পত্র ট্রান্সজেন্ডারদের

নিজের পছন্দের লিঙ্গ পরিচয় অনুযায়ী পাবলিক টয়লেট ব্যবহার করতে পারবেন ট্রান্সজেন্ডাররা, আজ সব রাজ্যকে এমনই নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় পানীয় জল ও শৌচালয় বিভাগ। এই নির্দেশিকার কপি 'স্বচ্ছ ভারত গ্রামীন মিশন'কেও পাঠানো হয়েছে। পাশাপাশি পাবলিক টয়লেটে ট্রান্সজেন্ডারদের সহায়তা করতে ট্রান্সজেন্ডারদেরই নিয়োগ করার সুপারিশ করা হয়েছে।

Updated By: Apr 7, 2017, 08:05 PM IST
নিজের লিঙ্গ পছন্দ অনুযায়ী পাবলিক টয়লেট ব্যবহারের ছাড়পত্র ট্রান্সজেন্ডারদের

ওয়েব ডেস্ক: নিজের পছন্দের লিঙ্গ পরিচয় অনুযায়ী পাবলিক টয়লেট ব্যবহার করতে পারবেন ট্রান্সজেন্ডাররা, আজ সব রাজ্যকে এমনই নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় পানীয় জল ও শৌচালয় বিভাগ। এই নির্দেশিকার কপি 'স্বচ্ছ ভারত গ্রামীন মিশন'কেও পাঠানো হয়েছে। পাশাপাশি পাবলিক টয়লেটে ট্রান্সজেন্ডারদের সহায়তা করতে ট্রান্সজেন্ডারদেরই নিয়োগ করার সুপারিশ করা হয়েছে।

 

এদিকে, ১৫ দিন পরপর নয়, এবার থেকে দৈনিক পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করবে দেশের রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি এমনটাই জানা যাচ্ছে। তাদের পক্ষ থেকে এই বিষয়ে আলোচনা করে সহাবস্থানে আসার চেষ্টা করা হচ্ছে বলে, সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে।

ভারতে ৯০ শতাংশ পেট্রোপণ্যের রেগুলেশন করে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি। তাদের মধ্যে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মত সংস্থাগুলি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দফায় দফায় আলোচনায় বসেছে। দ্রুত সুরাহা বের করার চেষ্টায় রয়েছে তারা। (আরও পড়ুন- ২ মাস শুয়ে থাকার পারিশ্রমিক ১১ লক্ষ টাকা)

.