সারমেয়র শৌচালয় ব্যবহার, আপনাকে ভাবতে বাধ্য করবে, দেখুন ভিডিও

Updated By: Aug 28, 2017, 07:49 PM IST
সারমেয়র শৌচালয় ব্যবহার, আপনাকে ভাবতে বাধ্য করবে, দেখুন ভিডিও

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযান । তার প্রেরণাতেই তৈরি বলিউড ছবি টয়লেট: এক প্রেম কথা । দেশের মানুষকে শৌচালয় ব্যবহারের জন্য প্রেরণা দিচ্ছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার । সেই প্রেরণা মানুষ কতটা পাচ্ছে জানা নেই। কিন্তু সারমেয়রা যে শৌচালয়ের ব্যবস্থা পেলে তা ব্যবহারও করতে চায় কিংবা পারে, তার উদাহরণ পাওয়া গেল।

সম্প্রতি অক্ষয় কুমার তাঁর টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে এক সারমেয় শৌচালয় ব্যবহার করছে। শুধু তাই নয়, প্রস্রাবের পর ফ্লাশও ব্যবহার করছে। ভিডিওটি খুব কম সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন ভিডিওটি।

 

.