নতুন এই ডিভাইসের সাহায্যে এবার গর্ভধারণ অনেক সহজ

একটি ডিভাইস। আর তার সাহায্যেই আরও সহজ হতে চলেছে গর্ভধারণ। অনেকসময়ই বিভিন্ন পরিবারে গর্ভধারণ একটি বড় সমস্যা হয়ে দেখা দেয়। স্বামী বা স্ত্রী সমস্যা দেখা দিতে পারে উভয়ের ক্ষেত্রেই। বিশ্বের প্রায় ৪ কোটি ৮০ লাখ পরিবার নিঃসন্তান। কিন্তু, এই ডিভাইস সেই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে। কীভাবে?

Updated By: Jun 21, 2016, 06:09 PM IST
নতুন এই ডিভাইসের সাহায্যে এবার গর্ভধারণ অনেক সহজ

ওয়েব ডেস্ক : একটি ডিভাইস। আর তার সাহায্যেই আরও সহজ হতে চলেছে গর্ভধারণ। অনেকসময়ই বিভিন্ন পরিবারে গর্ভধারণ একটি বড় সমস্যা হয়ে দেখা দেয়। স্বামী বা স্ত্রী সমস্যা দেখা দিতে পারে উভয়ের ক্ষেত্রেই। বিশ্বের প্রায় ৪ কোটি ৮০ লাখ পরিবার নিঃসন্তান। কিন্তু, এই ডিভাইস সেই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে। কীভাবে?

গবেষকরা জানিয়েছেন, এই ডিভাইসের সাহায্যে ৩০ মিনিটের মধ্যে সবচেয়ে বেশি প্রজননক্ষম শুক্রাণুকে বের করে নেওয়া সম্ভব হবে। এরপর সেই শুক্রাণুর সাহায্যে ভার্টো ফার্টিলাইজেশন পদ্ধতিতে প্রজনন ঘটানো হবে। এরফলে অনেক নিঃসন্তান দম্পতির ঘরে সন্তান আসবে বলে আশা গবেষকদের। সেইসঙ্গে মাইক্রোফ্লুইডিক প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এই ডিভাইসে ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও কম।

.