বিশ্বের সবচেয়ে বিলাসবহুল পাঁচতারা ট্রেন চালু হচ্ছে জাপানে

ট্রেন নাকি পাঁচতারা হোটেল! জাপান আনতে চলেছে বিশ্বের সবথেকে বিলাসবহুল ট্রেন। পূর্ব জাপানের রেল কোম্পানি বেশ কিছু লাক্সারি ট্রেন চালু করতে চলেছে যার বেশিরভাগটাই কাঁচ দিয়ে ঢাকা।

Updated By: Jul 23, 2014, 09:30 PM IST
বিশ্বের সবচেয়ে বিলাসবহুল পাঁচতারা ট্রেন চালু হচ্ছে জাপানে
Courtesy of East Japan Railway Company

জাপান: ট্রেন নাকি পাঁচতারা হোটেল! জাপান আনতে চলেছে বিশ্বের সবথেকে বিলাসবহুল ট্রেন। পূর্ব জাপানের রেল কোম্পানি বেশ কিছু লাক্সারি ট্রেন চালু করতে চলেছে যার বেশিরভাগটাই কাঁচ দিয়ে ঢাকা।

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তৈরি হয়েছে ইনটেরর ডিজাইন। সত্যি চোখ জুড়িয়ে যাবে অনবদ্য শিল্পকলার নির্দশন দেখে। হয়ত মনে হতে পারে আপনার নিজস্ব একটি চলমান বাড়ি।  এইরকম যাত্রীবাহি ট্রেনের ডিজাইন করেছেন ফেরারি ডিজাইনার কেন অকুইয়ামা। ২০১৭র মধ্যে দেখা যাবে সুসজ্জিত বিলাসবহুল ট্রেন।

 

 

 

 

 

 

 

 

 

.