Stock Market Update: আবার পতন শেয়ার বাজারে, সেনসেক্স পড়ল ৭১৪ পয়েন্ট

এর আগে বৃহস্পতিবারও টানা দুই দিন বেড়েছে ভারতীয় শেয়ারবাজার।

Updated By: Apr 22, 2022, 04:25 PM IST
Stock Market Update: আবার পতন শেয়ার বাজারে, সেনসেক্স পড়ল ৭১৪ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার দেশের স্টক মার্কেটে বেশি মাত্রায় লেনদেন লক্ষ্য করা গেছে। সেনসেক্স এবং নিফটি উভয় সূচকেই লেনদেনে বড় পতন দেখা গেছে। সেনসেক্স ৭১৪ পয়েন্টেরও বেশি কমেছে। নিফটি ১৭২০০-র নীচে বন্ধ হয়েছে। সেনসেক্সে ৭১৪.৫৩ পয়েন্ট কমেছে এবং ৫৭,১৯৭.১৫-তে বন্ধ হয়েছে। যেখানে নিফটি ২২০.৬৫ পয়েন্ট কমে ১৭১৭১.৯৫ পয়েন্টে বন্ধ হয়েছে।

শুক্রবার সকালে বাজার শুরু হতেই সেনসেক্সের ৩০ শেয়ারের মধ্যে ২৬টিতে পতন দেখা যায়। এর আগে আমেরিকার বাজারে Dow Jones ৩৭০ পয়েন্ট কমে অনেক নিচে বন্ধ হয়। সেখানে Nasdaq দুই শতাংশ কমেছে।  আইটি শেয়ারে বিশেষ পতন লক্ষ্য করা গেছে। যদিও আমেরিকার বাজারে দিনের শুরু ভালভাবেই হয়। জানা গেছে যে Netflix-র শেয়ার পড়েছে ৩.৫ শতাংশ।

এর আগে বৃহস্পতিবারও টানা দুই দিন বেড়েছে ভারতীয় শেয়ারবাজার। ট্রেডিং সেশনের শেষে, সেনসেক্স ৮৭৪ পয়েন্ট বেড়ে ৫৭,৯১১.৬৮ এবং নিফটি ২৫৬.০৫ পয়েন্ট বেড়ে ১৭,৩৯২.৬০-তে বন্ধ হয়েছে। এর আগে, সেনসেক্স টানা পাঁচটি ব্যবসায়িক সেশনে প্রায় ৩ হাজার পয়েন্ট পরে যায়। 

আরও পড়ুন: Surya Grahan: ট্রানজিট, সূর্যগ্রহণ, শনিচারী অমাবস্যা! একত্রে কোন বড় পরিবর্তন নিয়ে আসছে জানেন?

আরও পড়ুন: Earth Day 2022: ২০ বছরে জলবায়ুর পরিবর্তনে কোন চ্যালেঞ্জের মুখে পৃথিবী? মনে করাল Google Doodle

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.