রোকুল প্রীতের চকচকে ত্বকের গোপন রহস্য কলা দিয়ে তৈরি ঘরোয়া প্যাক

কীভাবে এই মাস্ক ত্বকের উপকার করে?

Updated By: Jan 11, 2021, 03:00 PM IST
রোকুল প্রীতের চকচকে ত্বকের গোপন রহস্য কলা দিয়ে তৈরি ঘরোয়া প্যাক

নিজস্ব প্রতিবেদন: কলা আপনার মুখের ত্বকে নিয়ে আসবে জেল্লা। বেশ কিছুদিন আগে অভিনেত্রী রোকুল প্রীত সিং কলা দিয়ে তৈরি একটি প্যাক মুখে মাখার কথা বলেন। সেই প্যাক মেখে অভিনেত্রীর ত্বকের কী কী উন্নতি হয়েছে তাও সামনে নিয়ে আসেন।  ইউটিউবে ভিডিও আপলোড করে দেখিয়েছেন ডিআইওয়াই প্যাক তৈরির পদ্ধতি। এছাড়াও বলেছেন কীভাবে এই মাস্ক ত্বকের উপকার করে।

আপনি  কীভাবে কলা দিয়ে ফেস মাস্ক তৈরি করবেন:
উপাদান

১ – ম্যাশড কলা
১/২ – লেবুর রস
১ চা চামচ – মধু

একটি বাটিতে সব উপকরণ যোগ করুন এবং ভাল মিশ্রণ। এখন আস্তে আস্তে আপনার মুখে প্রয়োগ করুন। এটি ধোয়ার আগে কিছুসময়ের জন্য শুকিয়ে যেতে দিন। রাকুল প্রীত ভিডিওতে বলেন, যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এই ফেস প্যাক টি সত্যিই ভাল কাজ করে; এটা ত্বককে নরম এবং সম্পূর্ণ করে তোলে।

ফেস প্যাকের উপকারিতা

কলা পটাশিয়াম সমৃদ্ধ এবং এটি ত্বক হাইড্রেট করতে সাহায্য করে। এছাড়াও রিঙ্কল প্রতিরোধ করতে সাহায্য করে। এটি ব্রণর জন্য একেবারে উপযুক্ত চিকিৎসা।

লেবু কালো দাগ এবং ব্রণ দূর করতে সাহায্য করে। এখানে আরো কিছু উপায় আছে যা আপনি ফেস প্যাকে লেবু ব্যবহার করতে পারেন। মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য আছে।

.