সানস্ক্রিন মাখলেও পড়ছে ট্যান? বাঁচাবে Home made Lotion, জানুন পদ্ধতি

কোনও রাসায়নিক পদার্থ নয়, অর্গানিক পদার্থই আপনার ত্বকের স্বাস্থ্য ভালো করবে। পাশাপাশি পড়তে দেবে না ট্যান। 

Updated By: Mar 24, 2021, 05:52 PM IST
সানস্ক্রিন মাখলেও পড়ছে ট্যান? বাঁচাবে Home made Lotion, জানুন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন: সানস্ক্রিন মাখলেও ট্যান পড়ছে, তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন লোশন। সেই লোশন  মেখে ফেলুন সকাল সন্ধা কিংবা রাতে শুতে যাওয়ার সময়। যখন ত্বকের যত্নের কথা আসে, কিছু মানুষ শুধুমাত্র বাজারজাত নামজাদা পণ্য কিনে ফেসিয়াল থেকে শুরু করে নানা ভাবে ত্বক ঘষে যত্ন নেওয়ার চেষ্টা করেন। কিন্তু জানেন, এত পরিশ্রম করার প্রয়োজন নেই। যদি রোজ নিয়ম করে ঘরে তৈরি লোশন মাখেন আপনি। নিশ্চই ভাবছেন, বাড়িতে কীভাবে লোশান বানানো সম্ভব!  প্রয়োজন শুধুমাত্র রান্নাঘরের সাধারণ উপাদানের। কোনও রাসায়নিক পদার্থ নয়, অর্গানিক পদার্থই আপনার ত্বকের স্বাস্থ্য ভালো করবে। পাশাপাশি ট্যান পড়তে দেবে না। 

কীভাবে বানাবেন লোশন? 

উপাদান

* গ্লিসারিন – ৫ চা চামচ
* গোলাপ জল – ৭ টেবিল চামচ
* লেবুর রস – অর্ধেক লেবু
* একটি বোতল

পদ্ধতি

* প্রথমে গ্লিসারিন নিন এবং গোলাপ জলের সাথে মিশিয়ে নিন।
* এরপর, অর্ধেক কাটা লেবুর রস দিন।
* ভাল করে নাড়াচাড়া করুন যাতে তিনটি উপাদান একসাথে মিশে যায়।
* লোশন এখন রেডি।
* আপনি এটি প্রয়োগ করতে পারেন। কিন্তু নিশ্চিত করুন যে আপনার কোন এলার্জি আছে কিনা। সে জন্য কানের পিছনে অংশে দিয়ে টেস্ট করতে পারেন।
* এটি একটি এয়ার টাইট বোতলে রাখুন।
* লোশন চার দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।

উপকার

* এই সহজ-প্রস্তুত লোশন ত্বকের শুষ্কতা, ফাটল, স্ট্রেচ চিহ্ন ইত্যাদি সহ আপনার ত্বকের অনেক সমস্যার যত্ন নিতে পারে।
* বডি লোশন যা গ্লিসারিন, গোলাপ জল এবং লেবুর রস দিয়ে তৈরি করা হয়, এটি ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এটা ত্বকের মান এবং গঠন উন্নত করবে।

স্নান করার ঠিক পরেই প্রতিদিন অন্তত একবার এই বডি লোশন ব্যবহার করতে পারেন।

.