Rasgulla Chaat: তেঁতুলের চাটনি সঙ্গে টক দই, সহজেই বাড়িতে বানান রসগোল্লা চাট, দেখুন Video
দেখে নিন গোটা প্রক্রিয়া।
নিজস্ব প্রতিবেদন: আপনি কি খেতে ভালবাসেন? নানান ধরনের খাবারের চেখে দেখতে পছন্দ করেন? একাধিক খাবারের মিশ্রনে একটা আলাদা স্বাদ তৈরি করতে পছন্দ করেন? তবে এই পদটি আপনার জন্য।
চাট খেতে কে না পছন্দ করে। রাস্তাঘাটে চলাফেরার সময় আমরা প্রত্যেকেই নানন ধরনের চাট খেয়ে থাকি। পাপড়ি চাট, আলু টিক্কা চাট, ভেল পুরি, পকোড়া চাট ইত্যাদি। তবে কোনদিন রসগোল্লা চাট (Rasgulla Chaat) খেয়েছেন? না খেয়ে থাকলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই রসগোল্লা চাট (Rasgulla Chaat) তৈরির একটি ভিডিও। প্রত্যেকের ঘরে থাকে এমন উপকরণ দিয়েই এই চাট তৈরি করা যায়।
কীভাবে বানাবেন রসগোল্লা চাট (Rasgulla Chaat)?
রস বের করে একটা পাত্রে রসগোল্লা নিন। উপরে একে একে ছড়িয়ে দিন চাট মশলা, তেঁতুলের চাটনি, টক দই, নুন। শেষে সাজানোর জন্য উপর থেকে ছড়িয়ে দিন আমন্ড, কাজু এবং কিসমিস।
We are doomed. Rasgulla chaat!! pic.twitter.com/tjRZ4lcMVl
— Kaptan Hindustan™ (@KaptanHindostan) October 19, 2021
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাস এই রসগোল্লা চাট (Rasgulla Chaat)। কেমন খেতে হবে এই চাট! ভেবে কূল পাচ্ছেন না নেটিজেনদের অনেকেই।
আরও পড়ুন: Health Tips: ফুচকার টকজলেই কামাল! সপ্তাহে দু'দিন খেলে শরীরে নানান উপকার
Yeah kya dekh leya meine.. pic.twitter.com/eIuPxc3IqM
— Mr I (@meet_bobby10) October 19, 2021
How can they destroy the taste!!? Ye cherchani ho rha h Rosogolla ke sath!! pic.twitter.com/6rTk1LOrzL
— Naazmoni(@Momentaryone) October 20, 2021
কেউ কেউ আবার এই রসগোল্লা চাটে (Rasgulla Chaat) চিজ এবং মাখন দেওয়ারও পরামর্শ দিয়েছেন।
Shocking! Isme Cheese aur butter ad karna bhul gaye?
— Mohammed Zubair (@zoo_bear) October 19, 2021