সস্তায় সুপারফাস্ট ইন্টারনেট আর অলীক কল্পনা নয়

সস্তায় সুপারফাস্ট ইন্টারনেট আর অলীক কল্পনা নয়। গবেষকরা ইন্টারনেটের সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি করে ফেলেছেন। বৃদ্ধি করেছেন দূরত্বও। অপটিকাল ফাইবারের মাধ্যমে অপটিকাল সিগনাল পাঠিয়ে বৃদ্ধি করা হবে ইন্টারনেটের স্পিড।

Updated By: Jun 30, 2015, 10:25 AM IST
 সস্তায় সুপারফাস্ট ইন্টারনেট আর অলীক কল্পনা নয়

ওয়েব ডেস্ক: সস্তায় সুপারফাস্ট ইন্টারনেট আর অলীক কল্পনা নয়। গবেষকরা ইন্টারনেটের সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি করে ফেলেছেন। বৃদ্ধি করেছেন দূরত্বও। অপটিকাল ফাইবারের মাধ্যমে অপটিকাল সিগনাল পাঠিয়ে বৃদ্ধি করা হবে ইন্টারনেটের স্পিড।

ফাইবার অপটিক কেবলের ডেটা ট্রান্সমিসনের রেট বৃদ্ধি করার ক্ষমতা রাখে নয়া টেকনোলজি। এই পদ্ধতি ইন্টারনেট, কেবল, ওয়্যারলেস, ল্যান্ডলাইন নেটওয়ার্কের ব্যাকবোন গঠন করে।

''বর্তমানের ফাইবার অপটিক সিস্টেম খানিকটা চোরাবালির মত। ফাইবার অপটিকস-এর ক্ষেত্রে, একটা নির্দিষ্ট পয়েন্টের পর সিগনালে যত পাওয়ার যোগ করা হয় তত সমস্যা হয়। ফলে দূর দূরান্তে ইন্টারনেট পরিসেবা পৌঁছাতে সমস্যা হয়।'' মন্তব্য গবেষণা পত্রটির অন্যতম লেখক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কোয়ালকম ইন্সটিটিউটের নিকোলা অ্যালিক।

তিনি বলেছেন ''আমরা এই পাওয়ার লিমিটটাকেই হঠিয়ে ফেলতে চাইছি। এর ফলে অপরেটর ছাড়াই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বহু দূরেও সহজেই সিগন্যাল ছড়িয়ে পড়বে।''

গবেষণাগারে ইতিমধ্যেই কোনও রিসেপটর ছাড়াই রেকর্ড ব্রেকিং ১২ হাজার কিলোমিটার দূরেও তথ্য পাঠাতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা।

এই নয়া টেকনিকে ফাইবার লিঙ্কে পর্যায়ক্রমে আর ইলেকট্রনিক ইলেকট্রনিক রিজেনেরেটরের প্রয়োজন হবে না।

 

.