গানটা হাজার বছরের পুরনো, শুনেছেন? (ভিডিও)

ওয়েব ডেস্ক : পায়ে পায়ে পিছিয়ে যাওয়া ইতিহাস... একটা পাণ্ডুলিপি। কিছু সুরের হিজিবিজি। হাজার বছরের পুরনো সে গান। প্রথমবারের জন্য বাজানো হল সেই সুর। হাজার বছর আগে লেখা সেই গান শুনলেন সবাই।

তবে, এতই কী সহজ ছিল সেই সুর খুঁজে বের করা। বলা ভাল পাণ্ডুলিপি ঘেঁটে সেই সুর উদ্ধার করা। একদমই না। দু'দশক সময় লেগেছে। এই সময়কাল ধরে চর্চা চলেছে ইতিহাস নিয়ে। তারপর এসেছে সাফল্য।

হাজার বছরের পুরনো সেই গানকে ইতিহাসের পাতা থেকে জীবন্ত করে তুলেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গানটি আসলে রোমান দার্শনিক বোয়েথিয়াসের “দ্য কনসোলেশন অফ ফিলোসফি”। জেলে থাকা অবস্থায় ষষ্ঠ শতাব্দীতে এই গান লিখেছিলেন তিনি।

আপনিও শুনে নিন সেই গানটি-

English Title: 
Song that has been played for the first time in 1000 years
News Source: 
Home Title: 

গানটা হাজার বছরের পুরনো, শুনেছেন? (ভিডিও)

গানটা হাজার বছরের পুরনো, শুনেছেন? (ভিডিও)
Yes
Is Blog?: 
No