খেতে বসে হেঁচকি উঠলে এগুলো মেনে চলুন!

খেতে বসেছেন? হঠাত্ করে বিষম লাগল? আবার অনেক ক্ষেত্রে হেঁচকিও উঠতে দেখা যায়। এই ঘটনা কোনও বিরল নয়। প্রায় প্রতিটি ঘরে মাঝেমধ্যেই এই ছবি দেখা যায়। সঙ্গে সঙ্গেই বাড়ির বড়রা বলে দেন কেই নির্ঘাত নাম করছে। আর তাই এই অবস্থা। অনেক সময় গোটা ঘটনাটি বাজে কথা বলে আমরা উড়িয়ে দিয়ে থাকি। কিন্তু, কখনও ভেবেছেন কী কেনই বা এই ঘটনের কথার প্রচলন রয়েছে?

Updated By: Jul 24, 2016, 11:23 AM IST
খেতে বসে হেঁচকি উঠলে এগুলো মেনে চলুন!

ওয়েব ডেস্ক : খেতে বসেছেন? হঠাত্ করে বিষম লাগল? আবার অনেক ক্ষেত্রে হেঁচকিও উঠতে দেখা যায়। এই ঘটনা কোনও বিরল নয়। প্রায় প্রতিটি ঘরে মাঝেমধ্যেই এই ছবি দেখা যায়। সঙ্গে সঙ্গেই বাড়ির বড়রা বলে দেন কেই নির্ঘাত নাম করছে। আর তাই এই অবস্থা। অনেক সময় গোটা ঘটনাটি বাজে কথা বলে আমরা উড়িয়ে দিয়ে থাকি। কিন্তু, কখনও ভেবেছেন কী কেনই বা এই ঘটনের কথার প্রচলন রয়েছে?

আরও পড়ুন-এই জিনিসগুলি ধার করার অর্থ আপনি নিজের দুর্ভাগ্য ডেকে আসছেন!

সমীক্ষায় বলা হচ্ছে চেনাশোনা কোনও ব্যক্তির নাম করে এই কথা বলা হলে হেঁচকি থেকে মনঃসংযোগ ঘুরিয়ে দেওয়া হয়। আর এর ফলে হেঁচকি কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
বিষম খেলেও একই বিষয় করা হয়। আর তাতেই নাকি সেরে যেতে পারে এই সমস্যা।

.