৪৯৯ টাকায় ব্র্যান্ডেড স্মার্ট ফোন, আছে ক্যামেরা- নেট-অ্যাপস
সস্তায় ফোনের বাজারে বিপ্লব। এবার মাত্র ৫০০ টাকা খরচ করলেই হাতের মুঠোয় এসে যাবে স্মার্ট ফোন। দক্ষিণ কোরিয়ার এক ফোন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে গাঁটছাড়া বেধে এক ভারতীয় সংস্থা বাজারে আনতে চলেছে মাত্র ২৯৯ টাকার স্মার্টফোন। সেই ফোনে থাকবে হোয়টসঅ্যাপ, ফেসবুক সহ ইন্টারনেটের সমস্তরকম সুবিধা।
ওয়েব ডেস্ক: সস্তায় ফোনের বাজারে বিপ্লব। এবার মাত্র ৫০০ টাকা খরচ করলেই হাতের মুঠোয় এসে যাবে স্মার্ট ফোন। দক্ষিণ কোরিয়ার এক ফোন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে গাঁটছাড়া বেধে এক ভারতীয় সংস্থা বাজারে আনতে চলেছে মাত্র ২৯৯ টাকার স্মার্টফোন। সেই ফোনে থাকবে হোয়টসঅ্যাপ, ফেসবুক সহ ইন্টারনেটের সমস্তরকম সুবিধা।
৫০০ টাকারও কমে এই ফোনে থাকবেও ভিজিএ ক্যামেরাও। থাকবে নানারকম গেমসও। ৬ মাস ওয়ারেন্টির সুবিধাও দেওয়া হবে। তবে কবে থেকে এই ফোন বাজারে আসবে, বা কোন ভারতীয় কোম্পানি এই ফোন আনছে তা জানা যায়নি।
সস্তার স্মার্টফোনের বাজার ধরতে তত্পরতা বেশ ক বছর ধরেই শুরু হয়েছে। কিন্তু তা বলে ৪৯৯টাকায়! এখন দেখার এত কম দামে ফোন বিক্রি করে কোম্পানি কতটা লাভ ঘরে তুলতে পারে।