হনুমান দেবতা আজও বেঁচে আছেন তার ৫ টি যুক্তি
হনুমান ঠাকুর হিন্দুদের কাজে খুবই ভরসার। তাঁর প্রচুর ভক্ত হনুমান ঠাকুরের স্মরণ করলে সাহস পান, ভরসা পান, মনে শান্তি পান, শক্তি পান মনে। এবং তাঁরা বিশ্বাস করেন হনুমান দেবতা আজও বেঁচে রয়েছেন। কী কী কারণের জন্য মানুষ বিশ্বাস করে যে হনুমান দেবতা আজও পৃথিবীতে রয়েছেন, সেই যুক্তিগুলোই নিচে দেওয়া হল।
ওয়েব ডেস্ক: হনুমান ঠাকুর হিন্দুদের কাজে খুবই ভরসার। তাঁর প্রচুর ভক্ত হনুমান ঠাকুরের স্মরণ করলে সাহস পান, ভরসা পান, মনে শান্তি পান, শক্তি পান মনে। এবং তাঁরা বিশ্বাস করেন হনুমান দেবতা আজও বেঁচে রয়েছেন। কী কী কারণের জন্য মানুষ বিশ্বাস করে যে হনুমান দেবতা আজও পৃথিবীতে রয়েছেন, সেই যুক্তিগুলোই নিচে দেওয়া হল।
১) পুরাণ অনুযায়ী শ্রীরাম এবং শ্রী কৃষ্ণের সফরকে শেষ হয়ে যেতে দেখেছে মানুষ। কিন্তু হনুমানের ক্ষেত্রে এরকম কোনও হদিশ নেই!
২) হনুমান চিরঞ্জীবী। মানে অমর। যিনি অমর, তাঁর মৃত্যু থাকবে কীভাবে!
৩) হনুমান ত্রেতা যুগেও ছিলেন। দ্বোপার যুগেও ছিলেন এবং কলিযুগেও আছেন।সেটাই তো স্বাভাবিক।
৪) সব হনুমান মন্দিরের আশে পাশেই আসল 'হনুমান' বা বাঁদরদের দেখা যায়।
৫) যেমন পবন দেবতাকে দেখা যায় না, অনুভব করা যায়, ঠিক তেমনই হনুমান দেবতাকে তাঁর ভক্তরাই অনুভব করতে পারেন।