ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজছেন? 'Vaccine Status' আপডেট করালেই বাড়বে গ্রহণযোগ্যতা!

মহামারির দাপটে ফের একবার 'গৃহবন্দি' হয়েছে মানুষ। একাকীত্বের ভয়ঙ্কর ভাইরাস যেন আরও বেশি করে জাঁকিয়ে বসছে!

Updated By: Apr 29, 2021, 03:20 PM IST
ডেটিং অ্যাপে মনের মানুষ খুঁজছেন? 'Vaccine Status' আপডেট করালেই বাড়বে গ্রহণযোগ্যতা!

নিজস্ব প্রতিনিধি: মহামারির দাপটে ফের একবার 'গৃহবন্দি' হচ্ছে মানুষ। একাকীত্বের ভয়ঙ্কর ভাইরাস যেন আরও বেশি করে জাঁকিয়ে বসছে! এই কঠিন পরিস্থিতিতে অনেকেই মনের মতো পার্টনারের খোঁজে। যার সঙ্গে সুখ-দুঃখের গল্প ভাগ করে নেওয়া যাবে। আর এই হতাশ জীবনে আশার আলো ছড়িয়ে দিতে ডেটিং অ্যাপগুলি যেন আজ 'লাইফ-লাইন'। তবে করোনাকালে মানুষের পছন্দের তালিকায় যোগ হয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাঁরা চাইছেন, ভবিষ্য়তের মানুষটির যেন করোনার টিকা নেওয়া হয়ে গিয়ে থাকে। তাহলেই বাড়বে গ্রহণযোগ্যতা। ডেটিং অ্যাপগুলিতে এখন টিকাকরণ পাচ্ছে বিরাট প্রাধান্য! 'টিন্ডার' (Tinder), 'বাম্বল' (Bumble) ও 'ওকে কিউপিড'-এর (Ok Cupid) মতো জনপ্রিয় ডেটিং অ্যাপগুলির থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট এসেছে।

'দ্য গার্ডিয়ান' বলছে 'ইলেট ডেট' (Elate Date) নামের অ্যাপটি তাদের অ্যাপে 'ভ্যাকসিন স্ট্যাটাস' (Vaccine Status) বলে একটি অপশন যোগ করেছে। যাতে ইউজাররা ফিল্টার করে করোনার টিকা নেওয়া হয়ে গিয়েছে এমন কাউকেই সহজে বেছে নিতে পারে। যাঁরা ডেটিং অ্যাপ ব্যবহার করছেন, তাঁরা বায়োতে 'ভ্যাকসিনেশন'(vaccination), 'শটস' (shots) এই শব্দগুলোকেই জুড়ে দিচ্ছেন ম্যাচ-মেকিংয়ের এই খেলায় এগিয়ে থাকার জন্য। এমনকী যাঁদের এখনও টিকা নেওয়া হয়নি, তাঁরা প্রথমেই বাতিলের খাতায় চলে যাচ্ছেন!'ওকে কিউপিড'-এর মুখপাত্র মাইকেল কেই বলছেন, "ডেটিং অ্যাপে এই মুহূর্তে সবচেয়ে গরমাগরম এই ভ্যাকসিনেশন।" মাইকেল বলছেন যাঁর টিকা নেওয়া হয়ে গিয়েছে তাঁর 'লাইক' আসছে অনেক বেশি। 'ইলেট ডেট'-এর প্রতিষ্ঠাতা সঞ্জয় পাঞ্চাল এই প্রসঙ্গে বলছেন, "আমাদের গবেষণা বলছে ৬০ শতাংশ ইউজার ডেটিং করতেই ইচ্ছুক না, যদি অন্য প্রান্তের মানুষটা করোনা টিকা না নিয়ে থাকেন! অন্যদিকে কিছু অ্যাপ আবার করোনা কালে ডেটিংয়ের আনন্দটাকে ভার্চুয়ালি বদলে দেওয়ার জন্য ভিডিও কলের বিকল্পও রাখছে।

.