Sawan Month: চলছে শিবের মাস পবিত্র 'শাওন', জেনে নিন কবে শুভদিন

সমুদ্র মন্থনের পরে উঠল বিষ। শিব ধারণ করলেন সেই বিষ। কিন্তু তার পরে তাঁর শরীরে বিষের জ্বালার নানা কষ্ট দেখা দিল। তখন ভক্তেরা গঙ্গাজল ঢাললেন শিবের মাথায়। এতে তাঁর জ্বালার প্রশমন হল।

Updated By: Jul 14, 2022, 02:52 PM IST
Sawan Month: চলছে শিবের মাস পবিত্র 'শাওন', জেনে নিন কবে শুভদিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভক্তের বিশ্বাস শ্রাবণের ধারার মতোই তাঁর কৃপা ঝরে পড়ে। শ্রাবণ মাস এলেই তাঁর পুজোর লগ্ন এসে যায়। তিনি দেবাদিদেব শিব। এ সময়ে দেশ জুড়ে ভক্তেরা শিবের পুজো, আরাধনা করেন, ব্রত পালন করেন।

এমনিতেই প্রতি সোমবার শিবপুজোর বিধি। এর উপর রয়েছে শ্রাবণ মাস। আর ক'দিন পরেই পড়ছে শ্রাবণ মাস। ভক্তেরা প্রস্তুতি নিচ্ছেন শিবপুজোর। শিবপুজোর আয়োজন অবশ্য খুবই সামান্য। বেলপাতা এবং গঙ্গাজল। 

সমুদ্র মন্থনের পরে উঠল বিষ। শিব ধারণ করলেন সেই বিষ। কিন্তু তার পরে তাঁর শরীরে বিষের জ্বালার নানা কষ্ট দেখা দিল। তখন ভক্তেরা গঙ্গাজল ঢাললেন শিবের মাথায়। এতে তাঁর জ্বালার প্রশমন হল।

জুলাই মাসের হিসেবে বাকি ১৫ দিনই শিবপুজোর জন্য আদর্শ। তথাপি জুলাইয়ে কিছু বিশেষ দিন-তিথি পড়েছে:

যেমন আজ, জুলাই ১৪, এর পর আসছে শ্রাবণের প্রথম সোমবার, জুলাই ১৮, এর পরে জুলাই ২৫, দ্বিতীয় সোমবার। অগস্টেও পড়েছে এরকম তিনটি অতি বিশেষ দিন। শ্রাবণ পূর্ণিমা থেকে রাখী পূর্ণিমা-- এই সময়-পর্ব হল শিবের ব্রতের জন্য নির্দিষ্ট।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: After Effect of COVID: কোভিডের পরে শরীরের আয়রন-ঘাটতি কি নতুন বিপদ ডেকে আনতে পারে?

.