Satyanarayan Vrat: সামনেই পৌষ পূর্ণিমা, এ তিথিতে সত্যনারায়ণ পুজো বিধি; জেনে নিন, কেন এ পুজো করা এত জরুরি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্দু পুজো-আচ্ছায় পূর্ণিমা তিথির বিপুল গুরুত্ব। প্রতি পূর্ণিমাই অতি তাৎপর্যপূর্ণ, সেই হিসেবে পরবর্তী পূর্ণিমার জন্য ভক্তেরা খুবই উদগ্রীব। এই পূর্ণিমায় অতি ভক্তি ভরে অতি নিষ্ঠার সঙ্গে সত্যনারায়ণ পুজো হবে। 

এই পুজো আসলে শ্রীবিষ্ণুর পুজো। শুক্লপক্ষে এই সত্যনারায়ণ পুজো হয়। এবারে এই তিথি পড়েছে আগামীকাল। 

আরও পড়ুন: Kolkata go viral: বরফে ঢাকল ভিক্টোরিয়া-শ্যামবাজার! সাড়া ফেলল কলকাতার 'ভাইরাল ছবি

কবে কখন পূর্ণিমা

৬ জানুয়ারি, শুক্রবার রাত ২টো ১৪ মিনিটে পূর্ণিমা পড়ছে। পূর্ণিমা ছাড়ছে পরদিন ৭ জানুয়ারি ভোর ৪.৩৭ মিনিটে। এই পূর্ণিমাকে পৌষ পূর্ণিমা বলা হয়।

পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর বিশেষ তাৎপর্য

পৌষ পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পুজো করলে সুখ ও শান্তি লাভ হয়, সমস্ত মনস্কামনা পূরণ হয়। সংসারের উন্নতি হয়, সমৃদ্ধি আসে। পৌষ পূর্ণিমা তিথি খুবই পুণ্য তিথি হিসেবে মান্য। 

আরও পড়ুন: Income Tax: আপনি আয়কর দেন? আসতে চলেছে বড় ধাক্কা!

পুজোবিধি

ভোরবেলা উঠে স্নান সেরে নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করতে হবে, পুজোয় ফুল ও আম্রপল্লব লাগবে। দুধ ঘি দই মিছরি তুলসীপত্র সহযোগে তৈরি করতে হবে পঞ্চামৃত। এছাড়া সত্যনারায়ণকে আলাদা করেও তুলসীপত্র দিতে হবে। আর লাগবে কুম্কুম, কলস, প্রদীপ, মালা, গন্ধদ্রব্য, ফল-মিষ্টি। 

বিশেষ কী করণীয়

বিধিসম্মত পুজো ও সাধারণ রীতি-আচার পালন তো আছেই। তবে সঙ্গে বিষ্ণুনাম অতি জরুরি। 'ওঁ নমো ভাগবতে বাসুদেবায়', বা 'ওঁ নমো লক্ষ্মী নারায়ণায়' মন্ত্রোচ্চারণ কর্তব্য।  

ভক্তেরা প্রথমে দেবতার পায়ে অর্ঘ্যদান করেন। তারপর পঞ্চামৃত ও প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন।  

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
Satyanarayan Vrat January Date Purnima Tithi Puja Vidhi Significance Aarti and other rituals
News Source: 
Home Title: 

সামনেই পৌষ পূর্ণিমা, এ তিথিতে সত্যনারায়ণ পুজো বিধি; জেনে নিন, কেন এ পুজো করা এত জরুরি...

Satyanarayan Vrat: সামনেই পৌষ পূর্ণিমা, এ তিথিতে সত্যনারায়ণ পুজো বিধি; জেনে নিন, কেন এ পুজো করা এত জরুরি...
Yes
Is Blog?: 
No