জানেন আমাদের দেশে কত মানুষ সড়ক পথ দুর্ঘটনায় মারা যায়?

দেশে সড়ক পথে দুর্ঘটনা বেড়েই চলেছে। কমার কোনও লক্ষণ নেই। এই তো সেদিন খাস কলকাতায় দিনের বেলায় পিটিএসের সামনে এক লহমায় মারা গেলেন তিন-তিনজন! এছাড়াও রোজই কোথাও না কোথাও পাওয়া যায় দুর্ঘটনার খবর। কিন্তু জানেন কি যে আমাদের দেশে বছরে ঠিক কতজন মানুষ সড়ক পথে দুর্ঘটনায় মারা যান?

Updated By: Dec 9, 2016, 11:40 AM IST
 জানেন আমাদের দেশে কত মানুষ সড়ক পথ দুর্ঘটনায় মারা যায়?

ওয়েব ডেস্ক: দেশে সড়ক পথে দুর্ঘটনা বেড়েই চলেছে। কমার কোনও লক্ষণ নেই। এই তো সেদিন খাস কলকাতায় দিনের বেলায় পিটিএসের সামনে এক লহমায় মারা গেলেন তিন-তিনজন! এছাড়াও রোজই কোথাও না কোথাও পাওয়া যায় দুর্ঘটনার খবর। কিন্তু জানেন কি যে আমাদের দেশে বছরে ঠিক কতজন মানুষ সড়ক পথে দুর্ঘটনায় মারা যান?

আরও পড়ুন জানেন জয়ললিতার মৃত্যুর পর কত জন আত্মহত্যা করেছেন?

সংখ্যাটা শুনলে চমকেই উঠতে হবে আপনাকে। হ্যাঁ, ৫০১৪২৩ মানুষ ২০১৫ সালে মানে গত বছর মারা গিয়েছেন সড়ক পথে দুর্ঘটনায়। প্রতি বছর গড়ে প্রায় ৫ লক্ষ মানুষ কিনা মারা যাচ্ছেন সড়ক পথের দুর্ঘটনায়! এই তথ্য দিয়েছে খোদ কেন্দ্রীয় সরকারের সড়ক-পরিবহন দফতর।

আরও পড়ুন  আন্দামানে পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু সেনা এবং উপকূলরক্ষীবাহিনীর

.