হৃত্বিক এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজানের মধ্যে এখন সম্পর্কটা ঠিক কেমন? জানালেন রাকেশ রোশন

Updated By: Aug 8, 2017, 04:23 PM IST
হৃত্বিক এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজানের মধ্যে এখন সম্পর্কটা ঠিক কেমন? জানালেন রাকেশ রোশন

ওয়েব ডেস্ক: চোদ্দ বছরের বিবাহিত জীবনে ইতি টেনে একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন এবং সুজান খান । তবে বিবাহিত সম্পর্ক শেষ হয়ে গেলেও, তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখনও অটুট রয়েছে। আর তাই ছেলেদের জন্য তাঁরা প্রায়ই একসঙ্গে বেড়াতে যান কিংবা সময় কাটান। এছাড়া রোশন পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় সুজানকে। কী এমন কানেকশন রয়েছে হৃত্বিক রোশন এবং সুজান খান –এর মধ্যে, যার জন্য তাঁরা ডিভোর্সের পরেও এত ভালো সময় কাটান একে অপরের সঙ্গে? এই প্রশ্নটাই সকলের মনে সারাক্ষণ ঘুরপাক খায়। তারই এবার উত্তর দিলেন রাকেশ রোশন ।

হৃত্বিক রোশন এবং সুজান খানের মধ্যে এখনকার সম্পর্কের প্রসঙ্গে রাকেশ রোশন বলেন, ‘সুজান খুবই ভালো মেয়ে। ওর সম্পর্কে আমাদের মনে কোনও খারাপ ধারণা নেই। হৃত্বিক আর ওর মধ্যে যা কিছু হয়েছে, তা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমরা কেউই ভাগ্যকে বদলাতে পারি না। ওদের সম্পর্কে শুধু এটা বলতে পারি যে, ওরা দুজনেই খুব ভালো ভাবে অভিভাবকত্বটা মেনটেন করছে।’

তিনি আরও বলেন, ‘শিশুরা সবকিছু লক্ষ্য করে। তাদের বাবা-মা কী করছে সব দিকে তারা নজর দেয়। হৃত্বিক আর সুজানের মধ্যে একটা শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। ওরা একে অপরকে এবং পরিবারকে শ্রদ্ধা করে। আর হৃত্বিক এমন একজন মানুষ, যে কাউকে কষ্ট দিতে পারে না।’

.