১৯ বছর পর নতুন করে মূর্তি স্থাপন, নবকলেবরের অপেক্ষায় পুরি

নবকলেবরের তোড়জোড় শুরু হয়েছে পুরিতে। প্রতি ১৯ বছর পরপর  জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দারুমূর্তি নতুন করে স্থাপন করা হয়। দেবলোকে জন্ম, মৃত্যু না থাকলেও মর্ত্যে মানুষের মতো করে  জগন্নাথের নতুন মূর্তি তৈরি হয়। বিসর্জন হয় পুরনো দারু মূর্তির। আর সেই মুর্তি তৈরির কাঠ সংগ্রহের নিয়মও অনেক। মন্দিরের বনচারি পাণ্ডারা  সুলক্ষণ নিম গাছ খুঁজে বের করেন। সেই নিম গাছের কাঠ থেকে তৈরি হয় মূর্তি। সেইরকম একটি গাছ খোঁজা হয়েছে। আজ সেই গাছের চারধারে জমায়েত শত শত ভক্তকে সামলাতে পুলিসের ব্যবস্থা করতে হয়েছে প্রশাসনকে। এই গাছের কাঠ দিয়েই তৈরি হবে নতুন দারুমূর্তি।

Updated By: Apr 12, 2015, 11:37 PM IST
১৯ বছর পর নতুন করে মূর্তি স্থাপন, নবকলেবরের অপেক্ষায় পুরি

ওয়েব ডেস্ক: নবকলেবরের তোড়জোড় শুরু হয়েছে পুরিতে। প্রতি ১৯ বছর পরপর  জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দারুমূর্তি নতুন করে স্থাপন করা হয়। দেবলোকে জন্ম, মৃত্যু না থাকলেও মর্ত্যে মানুষের মতো করে  জগন্নাথের নতুন মূর্তি তৈরি হয়। বিসর্জন হয় পুরনো দারু মূর্তির। আর সেই মুর্তি তৈরির কাঠ সংগ্রহের নিয়মও অনেক। মন্দিরের বনচারি পাণ্ডারা  সুলক্ষণ নিম গাছ খুঁজে বের করেন। সেই নিম গাছের কাঠ থেকে তৈরি হয় মূর্তি। সেইরকম একটি গাছ খোঁজা হয়েছে। আজ সেই গাছের চারধারে জমায়েত শত শত ভক্তকে সামলাতে পুলিসের ব্যবস্থা করতে হয়েছে প্রশাসনকে। এই গাছের কাঠ দিয়েই তৈরি হবে নতুন দারুমূর্তি।

.