প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস নিয়ে পড়াশোনার সুযোগ
ওয়েব ডেস্ক: আগামী শিক্ষাবর্ষে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পারফর্মিং আর্টস নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। শুরুতে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে।
কয়েকমাস আগেই পারফর্মিং আর্টস পড়ানোর বিষয়ে ইউজিসি-র অনুমতি পায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কিন্তু, কী পড়ানো হবে, কী শেখানো হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়। শেষপর্যন্ত ঠিক
হয়েছে, রবীন্দ্রভারতী বা বিশ্বভারতীর পথে হাঁটবে না প্রেসিডেন্সি। সামনের বছর থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে পারফর্মিং আর্টস নিয়ে পড়াশোনা শুরু হবে।
তবে, নাচ-গান-নাটকের মতো পারফর্মিং আর্টসের বিভিন্ন ফর্ম হাতে-কলমে শেখানো হবে না। পড়ানো হবে উত্পত্তি, ইতিহাস, আর্থ-সামাজিক প্রেক্ষাপটের মতো পারফর্মিং আর্টসের বিভিন্ন দিক।
পারফর্মিং আর্টসের তাত্ত্বিক শিক্ষা পড়ুয়াদের উপার্জনের রাস্তা দেখাবে বলেও দাবি প্রেসিডেন্সি কর্তৃপক্ষের। স্নাতকোত্তর স্তরে শুরু হলেও পরে স্নাতক স্তরেও পারফর্মিং আর্টস নিয়ে প্রেসিডেন্সিতে পড়ার সুযোগ মিলবে।