Social Media User Numbers: ৫০০ কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়! 'সোশ্যাল'জাল পাতা ভুবনে?

Social Media User Numbers: সদ্য জানা গিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি মানুষ, সংখ্যার নিরিখে যেটা ৫ বিলিয়ন তথা ৫০০ কোটির কাছাকাছি, সোশ্যাল মিডিয়ায় সক্রিয়! আর ভারতে? ভারতে এই সংখ্যা তিনজনের মধ্যে একজন!

Updated By: Jul 22, 2023, 03:15 PM IST
Social Media User Numbers: ৫০০ কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়! 'সোশ্যাল'জাল পাতা ভুবনে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কবি বলেছিলেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। এ তো দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার জাল পাতা ভুবনজুড়ে! সবার হাতেই মুঠোফোন। তাই বলে সত্যিই কয়েকশো কোটি মানুষ ইন্টারনেটের সাহায্যে সমান তালে ব্যবহার করে চলেছেন সোশ্যাল মিডিয়া, এটা ভাবা বেশ কঠিন। কিন্তু বাস্তব সেটাই বলছে!

আরও পড়ুন: Mal Month: কাকে বলে 'মল মাস'? জেনে নিন এই মাসের বৈশিষ্ট্য, নিয়মকানুন, গুরুত্ব...

সদ্য জানা গিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি মানুষ, সংখ্যার নিরিখে যেটা ৫ বিলিয়ন তথা ৫০০ কোটির কাছাকাছি, সোশ্যাল মিডিয়ায় সক্রিয়! এক গবেষণার পরে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড সংস্থা। ডিজিটাল অ্যাডভাইজরি ফার্ম কেপিওস তাদের সর্বশেষ প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরেছে। এই সমীক্ষায় মেটার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক, চিনের উইচ্যাট, টিকটক ও স্থানীয় সংস্করণ ডউয়ুন, টুইটার, মেসেঞ্জার ও টেলিগ্রাম ব্যবহারের তথ্য ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব।

ওই সমীক্ষায় বলা হয়েছে, বিশ্ব জুড়ে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ৫০০ কোটির কাছাকাছি পৌঁছেছে! যা বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশের বেশি! তবে অঞ্চল হিসেবে গড় ব্যবহারকারীর পার্থক্য রয়েছে। পূর্ব ও মধ্য আফ্রিকায় ১১ জনের মধ্যে মাত্র একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে এই সংখ্যা তিনজনের মধ্যে একজন।

সমীক্ষা থেকে জানা গিয়েছে, গত বছরের তুলনায় এবার সোশ্যাল মিডিয়ায় ব্যয় করা সময়ের পরিমাণও বেড়েছে। প্রতিদিন গড়ে দুমিনিট থেকে বেড়ে যা ২ ঘণ্টা ২৬ মিনিট হয়েছে! এই ব্যবহারের ক্ষেত্রেও অবশ্য হেরফের রয়েছে। ব্রাজিলের বাসিন্দারা প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা ৪৯ মিনিট সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করে, কিন্তু জাপানে সময়টা ১ ঘণ্টারও কম!

কেপিওসের মতে, মাসে প্রায় ৩০০ কোটি সক্রিয় ব্যবহারকারী নিয়ে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক। এরপর রয়েছে ইউটিউব। ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করেন ২৫০ কোটি মানুষ। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে। প্রতি মাসে ২০০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করেন!

আরও পড়ুন: 'গ্রিন হাউস' গ্যাস কী ভাবে 'গ্রিন চিলি'র উপর থাবা বসিয়ে লঙ্কাকাণ্ড বাধাচ্ছে জানেন?

গত বছরে নতুন করে ১৭.৩ কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে শুরু করেছেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.