জানেন মানুষের শরীরের একমাত্র কোথায় প্যারালাইসিস হয় না?

আজকের দিন সবাই তো কত শরীর সচেতন। সবসময় নিজের পেটের ওজন কমাতে ব্যস্ত। খাওয়া-দাওয়ায়, কত নিয়ম কানুন। রূপচর্চার পিছনেও তো মেয়েদের পাশাপাশি ছেলেরাও কত সময় দেন। চটজলদি ওষুধ খাওয়ার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়াও ঠিকঠাক ওষুধ বাঁছেন অনেকে। অর্থাত্‍ শরীর নিয়ে অনেক কিছুই এখন আমাদের জানা। রোগ বা অসুখ বিষয়েও তেমন। তাহলে নিশ্চয়ই  প্যারালাইসিস হতে দেখেছেন কারও। জানেনও নিশ্চয়ই এই রোগ হলে, কেমন হয়।

Updated By: Mar 21, 2016, 05:22 PM IST
 জানেন মানুষের শরীরের একমাত্র কোথায় প্যারালাইসিস হয় না?

ওয়েব ডেস্ক: আজকের দিন সবাই তো কত শরীর সচেতন। সবসময় নিজের পেটের ওজন কমাতে ব্যস্ত। খাওয়া-দাওয়ায়, কত নিয়ম কানুন। রূপচর্চার পিছনেও তো মেয়েদের পাশাপাশি ছেলেরাও কত সময় দেন। চটজলদি ওষুধ খাওয়ার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়াও ঠিকঠাক ওষুধ বাঁছেন অনেকে। অর্থাত্‍ শরীর নিয়ে অনেক কিছুই এখন আমাদের জানা। রোগ বা অসুখ বিষয়েও তেমন। তাহলে নিশ্চয়ই  প্যারালাইসিস হতে দেখেছেন কারও। জানেনও নিশ্চয়ই এই রোগ হলে, কেমন হয়।

কিন্তু, জানেন কি, মানুষের শরীরের কোন অঙ্গে প্যারালাইসিস হয় না? আচ্ছা, বলে দিই, চোখ হল মানুষের শরীরের একমাত্র অঙ্গ যেখানে প্যারালাইসিস হতে পারে না। তাই তো চোখের কদর এত বেশি আমাদের কাছে। চোখ শুধু দেখার জন্যই নয়, আমাদের শরীরের অনেক বড় শক্তিও।

এই তথ্যটি নেওয়া হয়েছে, 'অসাধারণ জ্ঞান' নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।

.