বয়স্ক বাবাদের সন্তানদের কুৎসিত হওয়ার সম্ভাবনা প্রবল, দাবি গবেষকদের

বয়স্ক বাবার সন্তানদের কুৎসিত হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। এমনটাই দাবি করলেন বিজ্ঞানীরা। বয়স্ক বাবাদের অতিরিক্ত জেনেটিক মিউটেশনের ফলে তাদের সন্তানদের অটিসিম, স্কিজোফ্রেনিয়া সহ অনান্য জিন ঘটিত অসুখের সম্ভাবনা থাকে যথেষ্ট পরিমাণে। এই তথ্য আগেই জানা ছিল। কিন্তু বর্তমানে গবেষকরা দাবি করেছেন এই জেনেটিক মিউটেশনের প্রভাব এতটাই মারাত্মক যে সন্তানের বাহ্যিক বৈশিষ্ট্যের উপর তা মারাত্মক প্রভাব ফেলে।

Updated By: Mar 24, 2014, 01:02 PM IST

বয়স্ক বাবার সন্তানদের কুৎসিত হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। এমনটাই দাবি করলেন বিজ্ঞানীরা। বয়স্ক বাবাদের অতিরিক্ত জেনেটিক মিউটেশনের ফলে তাদের সন্তানদের অটিসিম, স্কিজোফ্রেনিয়া সহ অনান্য জিন ঘটিত অসুখের সম্ভাবনা থাকে যথেষ্ট পরিমাণে। এই তথ্য আগেই জানা ছিল। কিন্তু বর্তমানে গবেষকরা দাবি করেছেন এই জেনেটিক মিউটেশনের প্রভাব এতটাই মারাত্মক যে সন্তানের বাহ্যিক বৈশিষ্ট্যের উপর তা মারাত্মক প্রভাব ফেলে।

ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষক নৃতত্ববিদ মার্টিন ফিডার জানিয়েছেন `` আমরা বেশির ভাগ ক্ষেত্রেই দেখেছি বাবার বেশি বয়সের সন্তানের ক্ষেত্রে বাবার বয়স সন্তানের বাহ্যিক সৌন্দর্য্যের উপর প্রবল ভাবে নেতিবাচক প্রভাব ফেলে। পুরুষদের ক্ষেত্রে বেশি বয়সে সন্তান হলে সন্তানের বিভিন্ন অসুখের সম্ভাবনা শুধু বৃদ্ধি পাট তাই নয়, তার সামগ্রিক সৌন্দর্য্যও কমে যায়।

এই গবেষণায় মোট ১২ জনকে ৪,০১৮ পুরুষ ও ৪,৪১৬ মহিলার ছবি দেখিয়ে তাদের বাহ্যিক সৌন্দর্য্যকে র‍্যাঙ্ক করার কথা বলা হয়। দেখা গেছে কম বয়সী বাবার সন্তানদের ছবি সৌন্দর্য্যের মাপকাঠিতে সার্বজনীন ভাবেই বেশি বয়সী বাবাদের সন্তানদের থেকে বেশি সমাদৃত হয়েছে।

.