LPG Booking: গ্যাস সিলিন্ডার বুকিংয়ে পান ৫০ টাকার ছাড়! জানুন পদ্ধতি

এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে বহুগুণ

Updated By: Jan 20, 2022, 01:01 PM IST
LPG Booking: গ্যাস সিলিন্ডার বুকিংয়ে পান ৫০ টাকার ছাড়! জানুন পদ্ধতি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা মহামারীর মধ্যে মুদ্রাস্ফীতি মানুষের জীবনে চাপ বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে বহুগুণ। যদি সস্তায় গ্যাস সিলিন্ডার পেতে চান, তাহলে এসেছে একটি নতুন অফার। পকেট অ্যাপ দিচ্ছে এই নতুন অফার। এই অ্যাপ ডিজিটাল পেমেন্টের সুবিধা দেয়। এই অ্যাপ থেকে গ্যাস সিলিন্ডার বুকি করলে ক্যাশব্যাক অফার পাবেন গ্রাহকরা।

গ্রাহকরা যদি পকেট অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করেন, তাহলে ১০ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ৫০ টাকা) পাবেন। এই অ্যাপটি ICICI ব্যাঙ্ক দ্বারা পরিচালিত হয়।

পকেট অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং ছাড়াও ২০০ টাকা বা তার বেশি বিল পরিশোধ করলেও ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফারের সুবিধা নিতে কোন প্রোমোকোড ব্যবহার করতে হবে না।

আরও পড়ুন: 5G roll-out: Boeing-র ক্লিয়ারেন্সের পর আমেরিকায় উড়ে গেল এয়ার ইন্ডিয়ার প্রথম ফ্লাইট 

এই সুবিধা পাওয়ার জন্য প্রথমে মোবাইলে পকেট ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করে ওপেন করতে হবে। এখানে রিচার্জ এবং পে বিল বিভাগে, Pay Bills-এ ক্লিক করুন। এখানে Choose Billers-এ মোর অপশন দেখা যাবে। গ্রাহককে সেই অপশনে ক্লিক করতে হবে।

এখানে LPG-এর অপশন দেখা যাবে। সেই অপশনে LPG পরিষেবা প্রদানকারীকে নির্বাচন করতে হবে। এখানে গ্রাহকের মোবাইল নম্বর লিখে বুকিং-এর পরিমাণ পরিশোধ করতে হবে।

লেনদেনের পরে, গ্রাহকরা ১০ শতাংশ (সর্বোচ্চ টাকা ৫০) ক্যাশব্যাক পুরস্কার পাবেন। গ্রাহকরা পুরস্কারগুলি খুললেই তাদের পকেট ওয়ালেটে ক্যাশব্যাকের টাকা জমা হবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.