পুরনো গয়না, গাড়ি বিক্রিতে GST নয়

Updated By: Jul 14, 2017, 04:16 PM IST
পুরনো গয়না, গাড়ি বিক্রিতে GST নয়

ওয়েব ডেস্ক : কোনও ব্যক্তি যদি তাঁর সংগ্রহে থাকা পুরনো গয়না ও গাড়ি ব্যক্তিগতভাবে কাউকে বিক্রি করতে চান, তবে তার উপর কোনও GST লাগু হবে না। এই ধরনের বিক্রির সঙ্গে কোনও ব্যবসায়িক স্বার্থ জড়িত নয়। আর সেকারণেই কোনও GST লাগু হবে না বলে জানিয়েছে রাজস্ব বিভাগ।

তবে একইসঙ্গে রাজস্ব বিভাগ জানিয়েছে, কোনও স্বর্ণব্যবসায়ী যদি কোনও ক্রেতার কাছ থেকে পুরনো সোনার গয়না কেনেন, সেক্ষেত্রে ৩ শতাংশ হারে GST লাগু হবে। সেন্ট্রাল GST অ্যাক্ট, ২০১৭-র ৯(৪) নম্বর ধারা অনুযায়ী লাগু হবে এই GST। একইরকমভাবে পুরনো গাড়ি ও দু-চাকার যান ব্যক্তিগতভাবে বিক্রির ক্ষেত্রেও কোনও GST ধার্য হবে না।

আরও পড়ুন, তালিকায় নেই, তবুও GST-র কোপে 'দামী' হচ্ছে মদ্যপান!

.