‘ফ্রায়েড চিকেন’ তৈরির পদ্ধতিটা শিখে নিন
নানারকম মুখরোচক খাবার আমাদের প্রত্যেকেরই পছন্দের। শরীর স্বাস্থ্যের কথা খেয়াল রাখার পাশাপাশি জিভের ইচ্ছাও মেটানো জরুরি। তাই মাঝে মধ্যেই দোকান থেকে নানারকম পছন্দের খাবার কিনে নিয়ে আসি। কিন্তু সেখানেও চিন্তার বিষয় থাকে। স্বাস্থ্যের কথা মাথায় রাখতে হয়। তাই পছন্দের খাবার বাড়িতে বানিয়ে নেওয়াই ভালো।
ওয়েব ডেস্ক: নানারকম মুখরোচক খাবার আমাদের প্রত্যেকেরই পছন্দের। শরীর স্বাস্থ্যের কথা খেয়াল রাখার পাশাপাশি জিভের ইচ্ছাও মেটানো জরুরি। তাই মাঝে মধ্যেই দোকান থেকে নানারকম পছন্দের খাবার কিনে নিয়ে আসি। কিন্তু সেখানেও চিন্তার বিষয় থাকে। স্বাস্থ্যের কথা মাথায় রাখতে হয়। তাই পছন্দের খাবার বাড়িতে বানিয়ে নেওয়াই ভালো।
চিকেন আমাদের প্রত্যেকেরই খুবই পছন্দের। চিকেনে প্রচুর পরিমানে প্রোটিন এবং শরীরের উপকারী উপাদান রয়েছে। আমাদের শরীরের অনেক ঘাটতি পূরণ করে চিকেন। সঙ্গে সুস্বাদুও। আজ শিখে নিন কীভাবে বাড়িতে বানাবেন ফ্রায়েড চিকেন। সুস্বাদু , স্বাস্থ্যকর সঙ্গে মুখরোচকও।