Kojagori Laxmi Puja 2022: জেনে নিন কোজাগরী লক্ষ্মীপুজোর দিন-তিথি; কখন পড়ছে পূর্ণিমা?
Kojagori Laxmi Puja 2022: শ্রী সম্পদ ও বৈভবের প্রার্থনায় এই তিথিতে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। কোজাগরী তিথি লক্ষ্মী-আরাধনার তিথি হিসেবে খুবই উৎকৃষ্ট। ভক্তের প্রার্থনায় এদিন সাড়া দেন মা লক্ষ্মী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেটে গেল শারদীয়া দুর্গাপুজো। এবার লক্ষ্মীপুজোর আয়োজনের শুরু। আগামীকাল রবিবার লক্ষ্মীপুজো। শরৎকালের এই লক্ষ্মীপুজো কোজাগরী লক্ষ্মীপুজো নামে খ্যাত। এই পুজোয় রাত জাগার নিয়ম আছে। 'কঃ' শব্দের অর্থ কে, 'জাগর' শব্দের অর্থ জেগে আছে। অর্থাৎ, 'কে জেগে আছে'?
এ বছরের কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৯ অক্টোবর রবিবার। কোজাগরী লক্ষ্মীপুজোর তিথি-- কোজাগরী লক্ষ্মীপুজোর সময়কালে শনিবার ৮ অক্টোবর ভোররাত ৩টে ২৯ মিনিট ৪২ সেকেন্ড থেকে পূর্ণিমা পড়ছে। ৯ অক্টোবর রাত ২টো ২৫ মিনিটে ছাড়ছে। বলা হয়, শরৎ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো সন্ধের সময়ে করাই শুভ।
আরও পড়ুন: Goddess Tara: মা তারা স্বয়ং আজ উপোস করেন, বসেন পশ্চিম দিকে মুখ করে! কেন জানেন?
মনে করা হয়, এই লক্ষ্মীপুজোয় রাত জাগলে যে বাড়ির লোকজন রাত জাগেন সেই বাড়িতে লক্ষ্মীদেবী প্রবেশ করেন। যাঁরা রাত পর্যন্ত জেগে আরাধনা করেন, তাঁদের বিশেষ আশীর্বাদ করেন মা লক্ষ্মী। বলা হয়, লক্ষ্মীর আসার সময় যে বাড়ির গৃহস্থরা ঘুমিয়ে থাকেন, সেই বাড়ি থেকে মুখ ফেরান দেবী।