পর্ন দেখলে সামাজিক অপরাধ কমে! বলছেন গবেষকরা
আপনি কি পর্ন দেখেন? সে তো নিশ্চয়ই একটু আধটু, লুকিয়ে চুরিয়ে নিশ্চয়ই দেখেন। তাতে এত লজ্জা পাওয়ার কী হয়েছে! বরং, এবার আপনি একটু গর্বিত হতেই পারেন। কারণ, তেমনই আত্মবিশ্বাস যোগাচ্ছেন গবেষকরা।
![পর্ন দেখলে সামাজিক অপরাধ কমে! বলছেন গবেষকরা পর্ন দেখলে সামাজিক অপরাধ কমে! বলছেন গবেষকরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/26/50494-porn26-2-16.jpg)
ওয়েব ডেস্ক: আপনি কি পর্ন দেখেন? সে তো নিশ্চয়ই একটু আধটু, লুকিয়ে চুরিয়ে নিশ্চয়ই দেখেন। তাতে এত লজ্জা পাওয়ার কী হয়েছে! বরং, এবার আপনি একটু গর্বিত হতেই পারেন। কারণ, তেমনই আত্মবিশ্বাস যোগাচ্ছেন গবেষকরা।
আমেরিকার টেক্সাসের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দীর্ঘদিন পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন যে, পর্ন দেখলে আখেরে সামাজিক লাভই হয়। যে সব অঞ্চলের মানুষের বেশি পরিমাণ পর্ন দেখেন। দেহব্যাবসায়ীদের কাছে যান, সেই সব অঞ্চলে অপরাধের সংখ্যা কম। সেই সব জায়গায় মানব পাচারের মতো ঘৃণ্য অপরাধের সংখ্যা খুবই কম। লাইফসাইট নিউজ ডট কম নামের এক ওয়েব সাইটে এই খবর প্রকাশ করা হয়েছে। নর্থ ইস্টার্নের অপরাধ বিশেষজ্ঞ অ্যামি ফারেল এবং তাঁর দল বেশ কিছুদিন ধরে এই পরীক্ষা করেছেন। আর খুঁটিয়ে মানসিকতা পরীক্ষা করার পর মনে হয়েছে, পর্ন দেখলে মানুষ অন্তত সামাজিক অন্য মানুষদের উপর অপরাধ করার জন্য ঝাঁপিয়ে পড়ে না। আর এতে মানব পাচারের মতো অপরাধ কমে।