জানুন আপনার আত্মার রং কী, নিজের সঙ্গে মিল পাবেন
বলা হয় মানুষ মরণশীল। কিন্তু শুধু মানুষ একাই মরণশীল নয়। এই পৃথিবীতে সমস্ত প্রাণই জন্মায়, মৃত্যুর জন্য। তাই যারই প্রাণ আছে, সেই মরণশীল। তবে জন্ম বিষয়টার থেকে আমাদের বেশি আকর্ষণ মৃত্যুকে ঘিরে। মৃত্যুর পরে কী হয়, তা জানার আগ্রহ আমাদের মধ্যে খুব বেশি। মৃত্যুর পর শরীরটা তো নষ্ট হয়ে যায়, কিন্তু তারপর আত্মার কী হয়? আত্মা কোথায় যায়?
ওয়েব ডেস্ক: বলা হয় মানুষ মরণশীল। কিন্তু শুধু মানুষ একাই মরণশীল নয়। এই পৃথিবীতে সমস্ত প্রাণই জন্মায়, মৃত্যুর জন্য। তাই যারই প্রাণ আছে, সেই মরণশীল। তবে জন্ম বিষয়টার থেকে আমাদের বেশি আকর্ষণ মৃত্যুকে ঘিরে। মৃত্যুর পরে কী হয়, তা জানার আগ্রহ আমাদের মধ্যে খুব বেশি। মৃত্যুর পর শরীরটা তো নষ্ট হয়ে যায়, কিন্তু তারপর আত্মার কী হয়? আত্মা কোথায় যায়?
আমাদের প্রত্যেকের মধ্যেই একটা কমন আগ্রহের বিষয় হয় আত্মা। আজ থেকে নয়, মানুষের যেদিন থেকে জন্ম হয়েছে, সেদিন থেকেই মৃত্যুর পরে আত্মার কী হয়, কিংবা আত্মা সংক্রান্ত সমস্ত বিষয়েই আমাদের কৌতুহল মারাত্মক। কেউ মনে করেন আত্মা আছে, আবার কেউ মনে করে আত্মা বলে কিছুই হয় না। কিন্তু অনেক ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে যে, আত্মা আছে। মৃত্যুর পরে আত্মার কী হয়, সে সম্পর্কে তো অনেক শুনেছেন। কিন্তু এটা কি কখনও ভেবে দেখেছেন আত্মার রং কী থাকে? সেও কি আমাদের শরীরের মতো স্বাভাবিক রঙের হয়, নাকি প্রকৃতির নানা রং আত্মা নিজেকে রাঙিয়ে রাখে? একটা ছোট্ট কুইজের মাধ্যমে জেনে নিন আপনার আত্মার রং কী।