জেনে নিন কীভাবে একটা অস্বাস্থ্যকর সম্পর্ক শেষ করবেন

কোনও বন্ধুর সঙ্গে সম্পর্ক শেষ হওয়াও অনেকটা ব্রেক আপেরই মতো। তবে, অস্বাস্থ্যকর সম্পর্ক শেষ করে দেওয়াই ভালো। কারণ, সম্পর্ক যদি স্বাস্থ্যকর না হয়, তাহলে তার থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাহলে জেনে নিন কীভাবে একটা অস্বাস্থ্যকর সম্পর্ক শেষ করবেন। সেটা কোনও বন্ধুর সঙ্গে হতে পারে আবার প্রেমিক বা প্রেমিকার সঙ্গেও হতে পারে।

Updated By: Jul 31, 2016, 02:50 PM IST
জেনে নিন কীভাবে একটা অস্বাস্থ্যকর সম্পর্ক শেষ করবেন

ওয়েব ডেস্ক: কোনও বন্ধুর সঙ্গে সম্পর্ক শেষ হওয়াও অনেকটা ব্রেক আপেরই মতো। তবে, অস্বাস্থ্যকর সম্পর্ক শেষ করে দেওয়াই ভালো। কারণ, সম্পর্ক যদি স্বাস্থ্যকর না হয়, তাহলে তার থেকে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাহলে জেনে নিন কীভাবে একটা অস্বাস্থ্যকর সম্পর্ক শেষ করবেন। সেটা কোনও বন্ধুর সঙ্গে হতে পারে আবার প্রেমিক বা প্রেমিকার সঙ্গেও হতে পারে।

১) হয়তো আপনারা একে অপরের সঙ্গে অনেক বছর বন্ধুর মতো মিশেছেন। কিন্তু এখন সেই সম্পর্কটা শেষ করে দিতে চাইছেন। তাই এমন একটা জায়গা বাছুন যেখানে আপনারা একসঙ্গে অনেকটা সময় কাটাতে পারবেন এবং আপনাদের কেউ বিরক্ত করবে না। সেখানে গিয়ে আপনারা একে অপরের সঙ্গে কথা বলুন। এবং সেখানেই দুজনে মিলে সেই সম্পর্কটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিন।

২) আপনারা যদি আলাদা আলাদা দেশে থেকে থাকেন, অর্থাত্‌, আপনারা যদি একে অপরের সঙ্গে মুখোমুখি দেখা করতে না পারেন, সেই ক্ষেত্রে ফোনে কথা বলে নিতে পারেন। অনেক বড় মেসেজ লিখে কখনওই পাঠাবেন না। সম্পর্ক শেষ করার ক্ষেত্রে মেসেজ পরিস্থিতি খারাপ করে দিতে পারে। এমন একটা সময় বাছুন, যখন দুজনেই ফ্রি থাকবেন। তারপর কেন আপনাদের সম্পর্কটা ঠিকঠাক চলছে না সেই বিষয়ে কথা বলুন।

৩) যদি আপনার মনে হয়, আপনি কোনও সম্পর্কে থাকতে চাইছেন না, তাহলে সম্পর্কটি সুস্থভাবে শেষ করুন। একে অপরকে তার জন্য দোষারোপ করবেন না।

৪) সম্পর্ক শেষ করার সময় যদি আপনার বন্ধু বা প্রেমিক বা প্রেমিকা যদি সম্পর্কটিকে ঠিক করে নেওয়ার প্রতিশ্রুতি দেন, তাহলে তাঁকে সুযোগ দিন। সম্পর্কে থাকাকালীন যে সমস্ত সমস্যা আপনাদের মধ্যে হয়েছিল, সেগুলি থেকে বেরিয়ে আসার জন্য তাঁকে সুযোগ দিন এবং আপনিও সাহায্য করুন।

.